এক কলেজ থেকেই বিশ্ববিদ্যালয়-মেডিকেলে চান্স ২০০ শিক্ষার্থীর, সংবর্ধনায় বরণ
- জামালপুর প্রতিনিধি
- প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৭:৪৭ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৯:১১ PM

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ২০০জন শিক্ষার্থী দেশের বিভিন্ন শীর্ষ মেডিকেল, প্রকৌশল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। শুক্রবার (৪ জুলাই) বিকেলে তাদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কলেজ অডিটোরিয়ামে। এসময় ১৭৪ জন নিবন্ধিত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান। তিনি বলেন, শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু শিক্ষক হওয়ার আগ্রহ কম। আমাদের মানসিকতা বদলাতে হবে। পাশাপাশি অভিভাবক ও প্রতিষ্ঠানের যত্নই সাফল্যের ভিত্তি।
সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন-অর-রশিদ। তিনি বলেন, ‘আমাদের সুশৃঙ্খল শিক্ষাপরিবেশ ও নিবেদিত শিক্ষকরা এ অর্জনের প্রধান সহায়ক।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর এ কে এম আলিফ উল্লাহ আহসান, সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ ফাহিমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, জেলা শিক্ষা অফিসার এস এম মোজাম্মেল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে চান্স পাওয়া মনি আক্তার বলেন, আশেক মাহমুদ কলেজে পড়াশোনার গাইডলাইন ও উৎসাহই আমাকে ঢাবিতে চান্স পেতে সাহায্য করেছে। এ সম্মাননা আমাকে আরও অনুপ্রাণিত করবে।
ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়া ইসরাত জাহান প্রভা বলেন, ‘বাবা-মা ও শিক্ষকদের সহায়তায় আমি এ অর্জন সম্ভব করেছি।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মো. রিফাত হাসান বলেন, ‘আমার পরিবার ও শিক্ষকদের সহানুভূতি ও দিকনির্দেশনা ছাড়া এটি সম্ভব ছিল না। আমি গর্বিত যে আমি আশেকিয়ানের শিক্ষার্থী।’