শেরপুরের এক কলেজ থেকেই ২ শতাধিক শিক্ষার্থী চান্স পেলেন মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে

শেরপুর সরকারি কলেজ
শেরপুর সরকারি কলেজ  © লোগো

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে উজ্জ্বল সাফল্য দেখিয়েছে শেরপুর সরকারি কলেজ। এ বছর কলেজটির দুই শতাধিক শিক্ষার্থী মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং জাতীয় পর্যায়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।

শিক্ষার্থীদের মধ্যে অনেকে বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট এবং বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য গুণগতমানসম্পন্ন বিশ্ববিদ্যালয়েও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: ব্র্যাকসহ ১৯ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা

সাফল্য অর্জনে শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টা, নিয়মিত ক্লাস-পরীক্ষা এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের ফল বলে জানিয়েছেন কলেজ সংশ্লিষ্টরা। কলেজের এই সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্থানীয়ভাবে বিষয়টি ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে গণিত বিভাগের সহকারী অধ্যাপক শামছুল হুদা চৌধুরী বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বই আমাদের বড় পাওয়া। তারা যদি নিয়মিত ক্লাস করে তাহলে এডমিশনের প্রস্তুতি অনেকটায় সহজ হয়। 

এ বিষয়ে শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ বলেন, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে (মেডিকেল কলেজ, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়) ২ শতাধিক শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। ভর্তির সুযোগ পাওয়ায় শেরপুর সরকারি কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে শিক্ষার্থীদের সাফল্য কামনা করি। 


সর্বশেষ সংবাদ