স্বতন্ত্র পরিচয় গড়ার সংকল্প থেকে আইইউটিতে প্রথম তাসনিম

তাকিয়া তাসনিম
তাকিয়া তাসনিম  © টিডিসি সম্পাদিত

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন তাকিয়া তাসনিম। গাজীপুরে অবস্থিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ১ম স্থান অধিকার করেছেন। এ ছাড়াও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ভর্তি পরীক্ষায় ৩য় স্থান অর্জন করেছেন তিনি। কীভাবে প্রস্তুতি নিয়ে এমন সাফল্য পেয়েছেন, দ্য ডেইলি ক্যাম্পাসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন সে গল্পই।

আইইউটিতে ১ম হওয়ার অনুভূতি জানিয়ে তাকিয়া তাসনিম বলেন, অনুপ্রেরণা হিসেবে কাজ করত স্বতন্ত্র পরিচয় গড়ার ইচ্ছা। তীব্র প্রতিযোগিতার এই পরিবেশে একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আমার জন্য এক ব্যক্তিগত বিজয়ের মতো।

কীভাবে ভর্তি প্রস্তুতি নিয়েছেন জানতে চাইলে তিনি জানান, অন্যান্য ভর্তি পরীক্ষার প্রস্তুতিকালীন কোচিং এ ক্লাস করে এসে পড়ালেখা করতে ইচ্ছা করত না । তবে দৈনিক অন্তত ৫ ঘণ্টা পড়ার চেষ্টা করতাম। আমার বান্ধবীরা আমাকে অনেক জোর করত ফোন না ব্যবহার করে পড়তে। আইইউটির জন্য প্রস্তুতি শুরু হয় রোজার মাসে ম্যাসেঞ্জারের ‘আইইউটি স্টাডি গ্রুপে’ এ জয়েন করার পর থেকে। গ্রুপ এর সদস্যদের অনুপ্রেরণায় ও সহায়তায় বিভিন্ন সমস্যা অনুশীলন ও সমাধান করা হত। আমার প্রস্তুতিতে তাদের ভূমিকাও অনেক।

বিশ্ববিদ্যালয়ের সময়ের হতাশা কীভাবে কাটিয়ে উঠতেন এমন প্রশ্নের জবাবে তাসনিম বলেন, হতাশা কাজ করত না পড়ালেখা নিয়ে। নিয়মিত পড়ালেখা করে ছোটবেলা থেকেই অভ্যস্ত। কোন কিছুই বাদ দেইনি প্রস্তুতির সময়ে। বান্ধবীদের সাথে এবং পরিবারের সাথে যথেষ্ট সময় কাটানো হত বলে মানসিকভাবে সুস্থ ছিলাম। 

পরীক্ষা সময়ে কীভাবে উত্তর করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সবসময় রসায়ন প্রশ্ন দিয়ে শুরু করতাম। এরপর পদার্থবিজ্ঞান এবং গণিত। কোন পরীক্ষায় ইংরেজি থাকলে তা রসায়নের পরে উত্তর করতাম। কখনও প্রশ্ন উত্তর করতে ভয় পেতাম না। যা পারি সব এ লিখতাম।

আরো পড়ুন: আইইউটি ভর্তি পরীক্ষায় সেরা তিন যারা 

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ক’ ইউনিটেও ভর্তির সুযোগ পেয়েছিলেন তিনি। তবে আইইউটিতে সুযোগ না পেলে এমআইএসটিতেই ভর্তি থাকতেন বলে জানান তাকিয়া তাসনিম। ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে তিনি বলেন, আপাতত ভাবা হয়নি। আল্লাহ যা পরিকল্পনা করেছেন আমার জন্যে, সে অনুযায়ী আগাবো। 

বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুদের পরামর্শ দিয়ে তাসনিম বলেন, পরবর্তী ব্যাচের পরীক্ষার্থীদের জন্য একটাই পরামর্শ থাকবে, সৃষ্টিকর্তার প্রতি ও নিজের যোগ্যতার প্রতি কখনও বিশ্বাস হারাবে না। আর ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় পরিবার এবং বন্ধুদের অবহেলা করবে না। তাদের যথেষ্ট সময় দিবে। ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে ভালো বন্ধু-বান্ধব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


সর্বশেষ সংবাদ