জাতীয় রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিশু

প্রধান উপদেষ্টার কাছ থেকে পুরস্কার নিচ্ছেন নুসরাত জাহান নিশু
প্রধান উপদেষ্টার কাছ থেকে পুরস্কার নিচ্ছেন নুসরাত জাহান নিশু  © সংগৃহীত

মহান মে দিবস, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এবং জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহত শ্রমিকদের স্মরণে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ের রচনা ও প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে পুরস্কার নিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান নিশু।   

আন্তর্জাতিক চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা নিশুর হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, সরকারি ম্যাগাজিনে প্রকাশিত নিজের লেখা, ২০ হাজার টাকার চেক এবং উপহার সামগ্রী তুলে দেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, আইএলও'র কান্ট্রি চেয়ারম্যান, সচিবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এ সময় নিশুর মা-বাবাও উপস্থিত ছিলেন এবং তারাও উপহারসামগ্রী পেয়েছেন।

পুরস্কার গ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় নুসরাত বলেন, জাতীয় পর্যায়ে নিজের বিশ্ববিদ্যালয় ও বিভাগকে প্রতিনিধিত্ব করতে পারা সত্যিই গর্বের। আমাদের বিশ্ববিদ্যালয় খুব একটা পরিচিত না হলেও, আজ আমি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামনে আমার বিশ্ববিদ্যালয়কে তুলে ধরতে পেরেছি, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। 

তিনি আরও বলেন, ড. ইউনূস স্যার আমাদের সবার আইডল। তার কাছ থেকে পুরস্কার গ্রহণের মুহূর্তটি ছিল আমার জীবনের সবচেয়ে স্পেশাল মুহূর্ত। তিনি খুবই অমায়িকভাবে আমার সঙ্গে কথা বলেন ও হাত মেলান।

এ বিষয়ে গোবিপ্রবির আইন বিভাগের ডিন সহযোগী অধ্যাপক ড. রাজিউর রহমান বলেন, নুসরাতের এই অর্জন অত্যন্ত গৌরব ও মর্যাদার। আমি অত্যন্ত আনন্দিত। নুসরাতের এই অর্জনটি সকলের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। শিক্ষার্থীরা একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি কো-কারিকুলার কার্যক্রমে অংশগ্রহণ করবে। নুসরাতের জাতীয় পুরস্কার প্রাপ্তি আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।

উল্লেখ্য, অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. ইউনূস উপস্থিত সকল মেধাবী শিক্ষার্থীদের নিয়ে একটি গ্রুপ ফটোতে অংশ নেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence