বরিশাল-৫ আসনে ছাত্রদলের নির্বাচনী প্রচারণার দায়িত্ব পেলেন উর্মি

২৩ জানুয়ারি ২০২৬, ০২:০৭ PM
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি © টিডিসি ফটো

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে বরিশাল-৫ আসনের নির্বাচনী প্রচারণার দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি।

বরিশালের কৃতি সন্তান জান্নাতুল নওরিন উর্মি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা ছাত্রী বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংস্কৃতিক সম্পাদক এবং বর্তমানে সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

দলীয় সূত্র জানায়, 'দেশ গড়ার পরিকল্পনা' সহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তার সাংগঠনিক দক্ষতা, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং ছাত্ররাজনীতিতে সক্রিয় উপস্থিতির কারণেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্ব পাওয়ায় জান্নাতুল নওরিন উর্মি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দলের পক্ষ থেকে অর্পিত এই আস্থা তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবেন। তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে বরিশাল-৫ আসনে ৪৭ শতাংশ নারী ভোটার থাকায় এডভোকেট মজিবর রহমান সরোয়ার ও ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় নারী ভোটারদের টার্গেটিংয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

একই সঙ্গে তিনি বরিশাল-৫ আসনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে জান্নাতুল নওরিন উর্মির এই দায়িত্ব প্রাপ্তিকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। তাদের প্রত্যাশা, তার নেতৃত্বে বরিশাল-৫ আসনে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

ঢাকা-১৮ আসনে চাঁদাবাজি রুখে দিতে ব্যবসায়ীদের পাশে থাকার ঘোষ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
তাদের নির্বাচিত করুন, যারা বিদেশে বন্ধু তৈরি করবে প্রভু খুঁ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগেই প্রাথমিকের ১৪৩৮৫ সহকারী শিক্ষক নিয়োগের চূড়া…
  • ২৩ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশের সময় জানা গেলে
  • ২৩ জানুয়ারি ২০২৬
পূজার অর্জিত বিদ্যা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল…
  • ২৩ জানুয়ারি ২০২৬
এক বছরে দুইবার রমজান, আরেক বছরে মিলবে তিন ঈদ—কোন কোন বছর ঘট…
  • ২৩ জানুয়ারি ২০২৬