রাকসুর জিএসের কর্মকাণ্ডে রাবি জিয়া পরিষদের নিন্দা

১৯ জানুয়ারি ২০২৬, ০৬:১৬ PM
 তারেক রহমানকে শুভেচ্ছা জানানো শিক্ষকের ব্যানার ছিঁড়ে ফেলেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার

তারেক রহমানকে শুভেচ্ছা জানানো শিক্ষকের ব্যানার ছিঁড়ে ফেলেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত একটি ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জিয়া পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (১৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ নিন্দা জানায়।

বিজ্ঞপ্তিতে জিয়া পরিষদ জানায়, গত ১৮ জানুয়ারি রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার পরিকল্পিতভাবে ব্যানারটি ছিঁড়ে ফেলে এবং সেই দৃশ্য লাইভ ভিডিওতে প্রচার করা হয়, যা চরম ধৃষ্টতা ও অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। তারা অভিযোগ করে, এ ধরনের কর্মকাণ্ড মুক্ত মতপ্রকাশের পরিপন্থী এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হিংসা ও ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠার অপচেষ্টা।

এতে বলা হয়, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন দেশের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ঐতিহ্যের অংশ। কোনো সংগঠনের ব্যানার অবমাননা করা স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত এবং ফ্যাসিবাদী মানসিকতার পরিচায়ক।

এ ঘটনার নিন্দা জানিয়ে জিয়া পরিষদ রাবি শাখার সভাপতি প্রফেসর ড. মো. হাবীবুর রহমান বলেন, জেলা জিয়া পরিষদের পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে একটি ব্যানার টানানো হয়েছিল। কিন্তু রাকসুর জিএস ওই ব্যানারটি ছিঁড়ে ফেলেন এবং ভিডিও ধারণ করে দেশব্যাপী ভাইরাল করে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কাজ করার এখতিয়ার তার নেই, বিশ্ববিদ্যালয়ে এসব বিষয়ে প্রশাসনের নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। আমরা তার এই আচরণের বিষয়টি প্রশাসনকে জানিয়েছি এবং এখন প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। 

বিদেশ থেকে ফেরত এসেছে সাড়ে ৫ হাজার পোস্টাল ব্যালট
  • ২০ জানুয়ারি ২০২৬
আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, কাল প্রতীক বরাদ্দ
  • ২০ জানুয়ারি ২০২৬
ভুয়া সনদ ও প্রতারণার অভিযোগে রাবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত
  • ২০ জানুয়ারি ২০২৬
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘ…
  • ২০ জানুয়ারি ২০২৬
পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন জাপানের …
  • ২০ জানুয়ারি ২০২৬
শিরোপা জয়ের পর সেনেগালকে দুঃসংবাদ দিল ফিফা
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9