রিটকারীদের পক্ষের আইনজীবী প্যানেল © সংগৃহীত
চার সপ্তাহের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) স্থগিত করেছেন উচ্চ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই আদেশ দিয়েছেন। দুপুরে এক ফেসবুক পোস্টে রিটাকারীদের আইনজীবী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল এই তথ্য জানিয়েছেন।
রুহুল কুদ্দুস কাজল লিখেছেন, আগামীকাল ২০ জানুয়ারি অনুষ্ঠাতব্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আজ সোমবার (১৯ জানুয়ারি) এই আদেশ দেন।
তিনি লিখেছেন, শাবিপ্রবি ছাত্র ও নির্বাচনে ভিপি প্রার্থী মো. মোমিনুর রশীদ শুভসহ তিন ছাত্র নির্বাচন কমিশনের ১৫ জানুয়ারির চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন। রিটকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রাশনা ইমাম, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম। সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এবং শাবিপ্রবির পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন শুনানি করেন।
অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল আরও লিখেছেন, নির্বাচন কমিশন গত ১২ জানুয়ারি এক নির্দেশনায় ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দেশে সব ধরনের নির্বাচন অনুষ্ঠান স্থগিত করেন। ওই নির্দেশনা ভঙ্গ করে ১৫ জানুয়ারি শাবিপ্রবি নির্বাচনের অনুমতি দেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পরবর্তী অনুমতি চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়।