জকসু আয়োজন নিয়ে সরকার ও প্রশাসনকে কড়া হুঁশিয়ারি শিবির সভাপতির

০২ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ও ইনসেটে শিবির সভাপতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ও ইনসেটে শিবির সভাপতি © টিডিসি সম্পাদিত

আগামী ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা নিয়ে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। আজ শুক্রবার (২ জানুয়ারি) রাতে সামাজিক যোগযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ হুঁশিয়ারি দেন তিনি।

জকসু নির্বাচন করতে ব্যর্থ হলে, এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারকে বহন করতে হবে বলে জানি ছাত্রশিবির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘জকসু নির্বাচন আবারও পিছিয়ে ৬ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো জকসু নির্বাচন না করার জন্য নানা চক্রান্ত চলছে। কাদের প্ররোচনায় এই নির্বাচন পিছিয়েছে, তা সবাই জানে।’

তিনি বলেন, ‘এর আগেও কয়েকটি ছাত্র সংসদ নির্বাচন পেছানোর পেছনে কারা চক্রান্ত করেছিল, সেটিও সবার কাছে পরিষ্কার। জকসু নির্বাচন করতে ব্যর্থ হলে এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারকে বহন করতে হবে। শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে বদ্ধপরিকর।’

এর আগে গত ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের দিন বিশেষ সিন্ডিকেট সভায় স্থগিত হয়ে যায় জকসু নির্বাচন। পরে প্রার্থী ও শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে আগামী ৬ জানুয়ারি জকুস নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার পরবর্তী তারিখ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ঘোষিত তারিখে ভোট অনুষ্ঠিত হওয়া, না হওয়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা গুঞ্জন ও দোলাচল রয়েছে বলে জানা গেছে।

গুম কমিশনের মেয়াদ বাড়ল
  • ০৩ জানুয়ারি ২০২৬
শরীয়তপুরে ছুরিকাঘাত ও আগুনে দগ্ধ সেই ব্যবসায়ীর মৃত্যু
  • ০৩ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন শেষ ১২ জানুয়ারি
  • ০৩ জানুয়ারি ২০২৬
নোয়াখালী-৬ আসনে হান্নান মাসউদের মনোনয়ন বৈধ ঘোষণা
  • ০৩ জানুয়ারি ২০২৬
মনোনয়নপত্র বাতিলের পর যা বললেন তাসনিম জারা
  • ০৩ জানুয়ারি ২০২৬
ঢাকা ১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!