শিবির সেক্রেটারি
যারা শিবিরকে গুপ্ত বলে, তারা ১৫ বছর আমাদের সঙ্গে আন্দোলন করেছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ PM , আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ PM
‘যারা শিবিরকে গুপ্ত বলে, তারা গত ১৫ বছর আমাদের সঙ্গে থেকে আন্দোলন করেছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। আজ শনিবার (৬ ডিসেম্বর) ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রশিবিরের আয়োজনে ‘ফ্রেশারস রিসেপশন এন্ড ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ এ প্রধান অতিথির প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, যারা গুপ্ত গুপ্ত বলে তারা গত ১৫ বছর আমাদের সঙ্গে থেকে আন্দোলন করেছে, পাশাপাশি বসেছি, বিভিন্ন সময় দাওয়াত দিয়েছি, জুলাই আন্দোলনে এক সাথে ছিলাম। কিন্তু এখন তারা দেখছে তাদের পেট পচা আদর্শ এখন মানুষ গ্রহণ করছে না। তাই মানুষকে ছাত্রশিবির থেকে দূরে রাখার জন্য ট্রমা সৃষ্টি করতে হবে, ছাত্র শিবিরকে মনস্টার বানাতে হবে, সেজন্য তারা টার্মিলজি নিয়ে আসে। তাদের এ কথাগুলোতে আমরা বিচলিত না।
তিনি বলেন, উগ্রবাদী কার্যক্রমে শিবিরকে দেখেছে এমন হয়তো কেউ বলতে পারবে না। আসলে বিভিন্ন টকশোতে এটা বামরা বলে যে, শিবিরকে এখন যেমন দেখছেন ওরা আসলে এমন না। ওরা ভোট পাওয়ার জন্য ভালো সেজেছে। তারা দেখবেন উদাহরণ হিসেবে এমন একটা সময়ের কথা বলবে যেসময় আপনাদের কারও জন্ম হয়নি। আবার বর্তমান প্রজন্মের মধ্যে যারা শিবিরের বিরোধিতা করে, তারা ভবিষ্যতে বলবে পরবর্তী প্রজন্মে যে, শিবির এখন ভালো হয়েছে, আগে অনেক খারাপ ছিল।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ও বাংলাদেশ ডিবেট এসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শরীফ মাহমুদ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি সাদ কবির। এ ছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়।