রাজধানীর ৪ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান

২১ অক্টোবর ২০২৫, ১০:২৮ PM
ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে উপস্থিতদের একাংশ

ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে উপস্থিতদের একাংশ © সংগৃহীত ও সম্পাদিত

আশুলিয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নবীন শিক্ষার্থীদের বরণ ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দিতে ‘ফ্রেশারস রিসিপশন ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম‘ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১টায় আশুলিয়া আমিন মডেল টাউনের বি ব্লকে বেসরকারি বিশ্ববিদ্যালয় পশ্চিম শাখার উদ্যোগে এই অনুষ্ঠান শুরু হয়। এতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি ও এশিয়ান বিশ্ববিদ্যালয়ের দেড় হাজারের বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

কুরআন তেলওয়াত ও ইসলামী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে জুলাই আন্দোলনের আশুলিয়া অঞ্চলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শহীদ শাকিল পারভেজ, আহনাফ তাহমিদ ও সাজ্জাদ হোসেনের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এতে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি প্রকাশনা প্রদর্শনী স্টল ও সাপোর্টার বুথের ব্যবস্থা করা হয়। ইসলামী সঙ্গীত পরিবেশন করে ‘সারগাম শিল্পীগোষ্ঠী’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মোতাসিম বিল্লাহ শাহেদী এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন আয়নাঘরের আট বছরের বন্দী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান।

শহীদদের স্মরণ করে নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রশিবিরের বেসরকারি বিশ্ববিদ্যালয় পশ্চিম শাখার সভাপতি রেজাউল করিম বলেন, তারা আমাদের দেখিয়ে গেছেন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার পথ। আমরা তাদের আদর্শ অনুসরণ করব ইনশাআল্লাহ।

তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও কল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রকাশনা উৎসব, মেধাবী সংবর্ধনা, মেডিকেল ক্যাম্প, সিরাতুন্নবী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও জুলাই আন্দোলন বার্ষিকীতে প্রবন্ধ প্রতিযোগিতার মতো নানা আয়োজন সম্পন্ন হয়েছে।

এ ছাড়া আগামী ১৩ নভেম্বর ‘রোবোটিকস ফেস্ট’ আয়োজনের ঘোষণা দেওয়া হয় নবীনবরণ অনুষ্ঠান থেকে। জানানো হয়, এতে রোবো সকার, প্রজেক্ট শো, এআই সেমিনারসহ নানা আকর্ষণীয় ইভেন্ট থাকবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ১৯, আবেদন শেষ ২ ফেব্রু…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৪
  • ১৭ জানুয়ারি ২০২৬
জামায়াতের সাড়ে ১২ ঘণ্টার বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো
  • ১৭ জানুয়ারি ২০২৬
৩৭ প্রার্থীর মনোনয়ন বাতিল, ফিরে পেলেন ৪৫ জন (তালিকা)
  • ১৭ জানুয়ারি ২০২৬
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় তিন কিশোর আটক
  • ১৭ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন চাকরি, পদ ৯, আবেদন শুরু ১৯…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9