সাদিক-ফরহাদদের সবার আগে অভিনন্দন জানাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন © লোগো

প্রায় ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদের প্রার্থী হিসেবে যারা অংশগ্রহণ করেছেন এবং যারা বিজয়ী হয়েছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিনন্দন জানায় প্লাটফর্মটি। কোনো সংগঠন বা প্লাটফর্মের পক্ষ থেকে এটাই প্রথম আনুষ্ঠানিক শুভেচ্ছা জ্ঞাপন। 

বিবৃতিতে বলা হয়, জুলাই অভ্যুত্থান-পূর্ব বিগত ফ্যাসিবাদী শাসনামলে বাংলাদেশের মাটিতে দীর্ঘ দেড় দশক কোনো সুষ্ঠু ভোটের পরিবেশ ছিল না— অর্থাৎ ছাত্র-জনতার ভোটাধিকার প্রয়োগের লড়াই দীর্ঘদিনের। ছাত্র-জনতার দীর্ঘদিনের নানা ক্ষোভ ও বঞ্চনার মধ্যে অন্যতম ছিল ভোটাধিকার আদায়ের দাবি, সেসব নানা ক্ষোভেরই বহিঃপ্রকাশ ’২৪-এর জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান, যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল। সুতরাং, ডাকসু-২০২৫ সেই অভ্যুত্থানেরই আকাঙ্ক্ষা ও অর্জনের ফসল। তারই ধারাবাহিকতায় গণতান্ত্রিক উত্তরণের প্রাথমিক ধাপ হিসেবে জাকসু, রাকসুসহ দেশের অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ্বাস করে।

এতে আরও বলা হয়, এই ডাকসুর মধ্য দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন পর ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক যাত্রায় উত্তরণ করেছে। এই গণতান্ত্রিক যাত্রা যেন অব্যাহত থাকে, সে জন্য আমাদের সকল ছাত্র-জনতাকে একসঙ্গে কাজ করে যেতে হবে। মনে রাখতে হবে, এই ডাকসু নির্বাচনে যারা প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন, তাঁরা সবাই জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং সবার নির্বাচনী ইশতেহারও প্রায় কাছাকাছি। সুতরাং, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বান জানাচ্ছে, ডাকসুতে যারা জয়ী হয়েছেন, আপনাদের ওপর যে মহান দায়িত্ব অর্পিত হয়েছে, তা যেন সঠিকভাবে পালন করেন; দায়িত্ব পালনে ইনসাফ কায়েম করেন এবং সবাইকে সঙ্গে নিয়ে মিলেমিশে কাজ করেন।

আরও পড়ুন: সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দিন এজিএস

প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের মো. আবু সাদিক (সাদিক কায়েম)। একই প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ঢাবি ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদ। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন ঢাবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সিনেট ভবনে এ ফল ঘোষণা করেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এর মধ্য দিয়ে দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচন। এদিন মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন। এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ করা হয়েছে।

ছাত্রশিবির সমর্থিত প্যানেলটির ভিপি প্রার্থী সাদিক কায়েম ১৪০৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম পেয়েছেন ৫৭০৮ ভোট। জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন ১০৭৯৪। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম। তিনি পেয়েছেন ৫২৮৩ ভোট। এজিএস পদে ১১৭৭২ ভোটে জয় পেয়েছেন মুহা. মহিউদ্দীন খান। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন ৫০৬৪ ভোট। অন্যান্য পদের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাতেমা তাসনিম জুমা ১০৬৩১, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. ইকবাল হায়দার ৭৮৩৩, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে ছালমা ৯৯২০, আন্তর্জাতিক সম্পাদক পদে খান জসীম ৯৭০৬, ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন ৭২৫৫ ভোট পেয়ে জয় পেয়েছেন।

এ ছাড়া ছাত্র পরিবহন সম্পাদক পদে মো. আসিফ আব্দুল্লাহ ৯০৬১, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে মো. মাজহারুল ইসলাম ৯৩৪৪, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ৭০৩৮, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে সাখাওয়াত জাকারিয়া ১১৭৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

 

 

 

 

লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
উদ্ভাবন ও প্রভাবের যাত্রায় আবারও বিইউপি প্রাঙ্গণে হাল্ট প্র…
  • ১৭ জানুয়ারি ২০২৬
নুরের আসনে বিদ্রোহী প্রার্থী, আরও কঠোর সিদ্ধান্ত নিল বিএনপি
  • ১৭ জানুয়ারি ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৭ জানুয়ারি ২০২৬
জামায়াতের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো
  • ১৭ জানুয়ারি ২০২৬
মেয়েকে নিয়ে মায়ের খালে ঝাঁপ, মায়ের বিরুদ্ধে দাদির মামলা
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9