‘কেন বিজয় মিছিল করবেন না’ প্রশ্নের উত্তরে যা বললেন শিবির সভাপতি

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০২ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ PM
জাহিদুল ইসলাম

জাহিদুল ইসলাম © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ তিন পদসহ ২৮ পদের ২৩টিতেই বিজয়ী হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। এমন নিরঙ্কুশ  বিজয়ের পরও বিজয় মিছিল না করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম।

ডাকসুতে বিজয় পাওয়ার প্রতিক্রিয়া জানিয়ে শিবির সভাপতি বলেন, প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের এই বিজয় দান করেছেন। এটিকে শুধু আমরা ব্যক্তি বা প্যানেলের বিজয় হিসেবে দেখছি না, পাশাপাশি যারা বিজয়ী হতে পারেননি তাদেরও বিজয় হিসেবে দেখব। শিক্ষার্থীদের বিজয় হিসেবে দেখব, জুলাইয়ের আকাঙ্ক্ষার বিজয় হিসেবে দেখব। সর্বোপরি বাংলাদেশের মানুষের বিজয় হিসেবে দেখছি। এই বিজয় তখনই পূর্ণতা পাবে, যখন আমাদের প্যানেলের ইশতেহারগুলো পূর্ণ করতে পারব।

কোনো আনন্দ মিছিল হবে কি জানতে চাইলে জাহিদুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে বলেছি আমরা কোনো  মিছিল করব না এবং মিছিল না করার জন্য সারা দেশে নির্দেশ দিয়েছি। 

কেন বিজয় মিছিল করবেন না জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশে  নতুন কিছু শুরুর চেষ্টা করছি। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তন সবাই প্রত্যাশা করে, এক পক্ষ যারা বিজয় লাভ করল তারা অনেক বেশি উল্লাস-উচ্ছ্বাস করবে আর যারা জয়ী হতে পারেনি তারা অনেকে বেশি মন খারাপ করবে। এই কালচার গুলোকে একটু পরিবর্তন করতে চাচ্ছি। এজন্য বিজয় উল্লাস না করে আজকের দিনে আমরা সারা দেশে যে কর্মসূচি দিচ্ছি তা হলো- আমরা শুকরানা স্বরূপ দোয়া  অনুষ্ঠান করব। এছাড়া জুলাই শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ, শহীদদের কবর জিয়ারত, আহতদের সাথে সাক্ষাতের কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আমরা মনে করি এটি আমাদের সবচেয়ে বড় সেলিব্রেশন হবে। এর মধ্য দিয়ে আমরা সকলের কাছে এই ম্যাসেজ দেব যে আমরা সকলে মিলে এই বিজয় উদযাপন করেছি। 

এর আগে, বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে জাহিদুল ইসলাম লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই বিজয়ী হলো।’

তিনি লেখেন, ‘আমরা সারাদেশের কোথাও কোনো মিছিল করবো না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো। এই বিজয় আল্লাহর একান্ত দান। আমরা অহংকারী হবো না, সবার প্রতি উদার ও বিনয়ী থাকব।’

তিনি আরও লেখেন, ‌‘স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ।’ 

পাকিস্তানি বংশোদ্ভূত দুই ইংলিশ তারকা ক্রিকেটারের ভিসা দিতে …
  • ১৬ জানুয়ারি ২০২৬
বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন পর্যবেক্ষণে আসছে যুক্তরাষ্ট্রের দুই সংস্থা
  • ১৬ জানুয়ারি ২০২৬
কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনা
  • ১৬ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য সংক্রান্ত অনুসন্ধানে গুগলে দেখা যাবে না এআই ওভারভ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
আজ দেশব্যাপী বিক্ষোভ করবে ইনকিলাব মঞ্চ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9