অভিযুক্ত ছাত্রদল নেতা তুহিন ফরাজী © টিডিসি সম্পাদিত
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের নতুন হাকিম উদ্দিন বাজারে চাঁদাবাজির প্রতিবাদ করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, টবগী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন ফরাজীর নেতৃত্বে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা ওই শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় উপজেলা ছাত্রদল তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে।
জানা গেছে, আহত শিক্ষার্থীর নাম মুজাহিদুল ইসলাম (২২)। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষার্থী।
তিনি বলেন, ‘বাজারের আশপাশের এক কিলোমিটার এলাকা তাদের ইজারার আওতায় থাকার কথা দাবি করলেও উপজেলা প্রশাসন এ দাবি অস্বীকার করেছে। ব্যবসায়ীদেরও চাঁদা দেওয়ার নির্দেশ দিচ্ছি, সেই কারণে আমাকে মারধর করা হয়েছে।’
বাজারের ব্যবসায়ীরা জানান, সরকারি কোনো ইজারা না থাকা সত্ত্বেও তুহিন ফরাজীসহ একটি চক্র দীর্ঘদিন ধরে ‘খাজনার’ নামে চাঁদা আদায় করে আসছে। হামলাকারীদের মধ্যে যুবদল নেতা এবং স্থানীয় বিএনপি নেতা মিন্টু ও সাবেক ইউপি সদস্য লিটনেরও থাকার কথা ব্যবসায়ীদের দাবি।
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জানিয়েছেন, নতুন হাকিম উদ্দিন বাজারে কোনো ইজারা দেওয়া হয়নি এবং অভিযুক্ত তুহিন ফরাজীকে ওই বাজার থেকে খাজনা তুলতে নিষেধ করা হয়েছে।
অভিযুক্ত ছাত্রদল নেতা তুহিন ফরাজী হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি বাজারের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই শিক্ষার্থী আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছে, যার কারণে কথাকাটাকাটি হয়েছে।’
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয় ব্যবসায়ীরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।