সরস্বতী পূজায় ৪০ মন্ডপে জবি ছাত্রদলের উপহার প্রদান

২৩ জানুয়ারি ২০২৬, ০৭:৪০ PM , আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:৪০ PM
৪০টি পূজামণ্ডপে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করেছে জবি শাখা ছাত্রদল

৪০টি পূজামণ্ডপে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করেছে জবি শাখা ছাত্রদল © টিডিসি ফটো

সরস্বতী পূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ৪০টি পূজামণ্ডপে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করেছে শাখা ছাত্রদল। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে এই উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় জবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম বৈশিষ্ট্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপে উপহার প্রদান সেই সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করার একটি প্রয়াস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের শিক্ষার্থীরা একসঙ্গে শিক্ষাগ্রহণ করে এবং সহাবস্থানের পরিবেশ বজায় রাখে।’

শাখা ছাত্রদলের সদস্য সচিব সামছুল আরেফিন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবসময় অসাম্প্রদায়িক চেতনার চর্চা করে। সেই ধারাবাহিকতায় ৪০টি পূজামণ্ডপে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

এদিকে সরস্বতী পূজা উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পূজামণ্ডপগুলোতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের। পাশাপাশি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় ছিল। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে ক্যাম্পাসকেন্দ্রিক সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ আরও সুদৃঢ় হবে।

তারেক রহমানের ব্যতিক্রমি নির্বাচনী জনসভা
  • ২৩ জানুয়ারি ২০২৬
এবার শাকসু নির্বাচনে এজিএস প্রার্থীর পদ স্থগিত করল ছাত্রদল
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশের প্রত্যেক সেক্টরে নারীরা কাজ করবেন : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশের কোনো জেলায় মেডিকেল কলেজবিহীন থাকবে না : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
সাবেক উপদেষ্টা মাহফুজের ভাই শাপলা কলি, ধানের শীষে গণসংযোগে …
  • ২৩ জানুয়ারি ২০২৬
ধানের শীষ জয়ী হলে দেশে গণতন্ত্র জয়ী হয় : মঈন খান
  • ২৩ জানুয়ারি ২০২৬