এবার শাকসু নির্বাচনে এজিএস প্রার্থীর পদ স্থগিত করল ছাত্রদল

২৩ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ PM
জহিরুল ইসলাম

জহিরুল ইসলাম © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের পদ স্থগিত করা হয়েছে। তিনি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে শাকসুতে এজিএস পদে নির্বাচন করছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের সাংগঠনিক পদ স্থগিত করা হল। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন দেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

পদ স্থগিতের বিষয়ে মো. জহিরুল ইসলাম বলেন, দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি শাকসু কেন্দ্রিক কিছুই করিনি। একইসঙ্গে আমি সাধারণ শিক্ষার্থীদের মতামতকেও সম্মান করার চেষ্টা করছি। কী কারণে পদ স্থগিত করল, সংগঠন আমাকে নির্দিষ্ট কোনো কারণ বলেনি। তবে পদ স্থগিতের মত আমি শৃঙ্খলা ভঙ্গ করিনি।

এর আগে গত ১৯ জানুয়ারি শাকসু নির্বাচন পক্ষে থেকে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে অংশগ্রণ করা স্বতন্ত্র জিএস প্রার্থী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জুনায়েদ হাসানকে ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে ছাত্রদল। ওইদিন  ছাত্রদলের দপ্তর জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

চট্টগ্রামকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশ পুনর্গঠনে গণতন্ত্র চাই : তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬
গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!
  • ২৩ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বরস্বতী পূজা উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ব্যতিক্রমী নির্বাচনী জনসভা
  • ২৩ জানুয়ারি ২০২৬