তিতুমীর কলেজে ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প

ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নেন কলেজটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা
ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নেন কলেজটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা  © টিডিসি

সরকারি তিতুমীর কলেজে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তিতুমীর কলেজ শাখা। আজ বুধবার (২৮ মে) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্পে চলে। ক্যাম্পে পাঁচ শতাধিক শিক্ষার্থী, কলেজের শিক্ষক ও কর্মচারী বিনামূল্যে চিকিৎসাসেবা নেন।

ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, স্বাস্থ্য পরামর্শ, বিনামূল্যে ওষুধসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। অভিজ্ঞ চিকিৎসক ও মেডিকেল টিম সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ সেবায় নিয়োজিত ছিল।

৫ আগস্ট-পরবর্তী সময়ে ক্যাম্পাসে প্রথম কোন ছাত্র সংগঠনের এ ধরনের উদ্যোগে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেন, এ ধরনের শিক্ষার্থীবান্ধব কর্মসূচি ছাত্র রাজনীতির জন্য ইতিবাচক। পড়ালেখার ব্যস্ততার মধ্যে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সহায়ক ও প্রশংসনীয়।

রসায়ন বিভাগের শিক্ষার্থী আলী ইমাম হাসান বলেন, ‘ছাত্রশিবিরের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়ে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারে না। এ রকম উদ্যোগ আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। আমি চাই, অন্যান্য রাজনৈতিক দলগুলোও এ রকম ছাত্রবান্ধব কার্যক্রমে এগিয়ে আসুক।’

আরও পড়ুন: চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ডাক্তার-নার্সদের ওপর হামলা ‘সুস্থ’ জুলাইযোদ্ধাদের

তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবির সভাপতি আলফে সানী বলেন, ‘শিক্ষার্থীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতেই আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কার্যক্রম চালিয়ে যেতে চাই। আমরা সব ছাত্র সংগঠনকে আহ্বান জানাই শিক্ষার্থীদের কল্যাণে একসঙ্গে কাজ করার জন্য।’

ছাত্রশিবিরের মেডিকেল ক্যাম্প পরিদর্শনে এসে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমেদ বলেন, ‘মানুষের জন্য কাজ করাই মানুষের দায়িত্ব। ইসলামী ছাত্রশিবির যে উদ্যোগ নিয়েছে, তা মানবতার জন্য কল্যাণকর। দেশের অনেক মানুষ এখনো চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। আমি আশা করি, ছাত্রশিবিরের কর্মীরা এখান থেকে শিক্ষা নিয়ে গ্রামগঞ্জেও এ রকম কার্যক্রম ছড়িয়ে দেবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence