ছয় সমন্বয়ককে ছাড়ল ডিবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০১:৪২ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৪, ০১:৫৩ PM
কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দিয়েছে ডিবি। তবে সংবাদ মাধ্যমে কথা বলতে দেয়া হয়নি তাদের। গোয়েন্দা শাখা (ডিবি) থেকে ছয় সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ডিবি সূত্রে এসব জানা গেছে। ডিবি বলছে, দুপুর দেড়টার দিকে মুক্ত করা হয় সমন্বয়কদের।
এর আগে সমন্বয়কদের সঙ্গে তাদের অভিভাবকরা দেখা করতে যান।
গত শুক্রবার নিরাপত্তার কথা বলে আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রেডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে শনিবার সারজিস, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়।