বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম হলেন ঢাবি শিক্ষার্থী রাসেল

১৮ জানুয়ারি ২০২৬, ১২:৫৬ AM
ডাকসু সাবেক সদস্য সাইফুল ইসলাম রাসেল

ডাকসু সাবেক সদস্য সাইফুল ইসলাম রাসেল © টিডিসি ফটো

মাত্র ৪ ঘণ্টা ১৫ মিনিটে 'বাংলা চ্যানেল’ পাড়ি দিয়ে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রাসেল। সোমবার টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে সেন্টমার্টিন পর্যন্ত আয়োজিত এই সাঁতার প্রতিযোগিতায় মোট ৩৫ জন সাঁতারু অংশ নেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ এই প্রতিযোগিতার আয়োজন করে।

এ নিয়ে রাসেল সপ্তম বারের মতো বাংলা চ্যানেল পাড়ি দিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের এই শিক্ষার্থী এর আগে সিঙ্গেল ও ডাবল ক্রস পাড়ি দিয়ে রেকর্ড গড়েছিলেন। রাসেল অমর একুশে হলের আবাসিক শিক্ষার্থী। ডাকসুর (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) সাবেক সদস্য ছিলেন।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং ও ওয়াটার পোলো টিমের অধিনায়ক। তাঁর বাড়ি বরগুনা সদরে। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি চতুর্থ।

প্রতিযোগিতায় রাসেলের পর যৌথভাবে দ্বিতীয় হয়েছেন মোঃ ফয়সাল আহমেদ ও মোঃ তৈফিকুজ্জামান (৪ ঘণ্টা ৫৫ মিনিট) এবং তৃতীয় হয়েছেন হাফিজুর রহমান (৫ ঘণ্টা ৫ মিনিট)। সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই সাঁতারে শেষ পর্যন্ত ২০ জন প্রতিযোগী সেন্টমার্টিন দ্বীপে পৌঁছাতে সক্ষম হন।

নিজের অনুভূতি জানিয়ে সাইফুল ইসলাম রাসেল বলেন, 'বিশ্বজয়ের স্বপ্ন দেখছি। টার্গেট ছিল যে কোনো মূল্যে এবারও বাংলা চ্যানেল পাড়ি দিয়ে জয়ের স্বাদ নিতে হবে। আল্লাহ সেই আশা পূরণ করেছেন। আগামীতে আরও বড় অ্যাডভেঞ্চারে অংশ নিতে চাই।' তিনি আরও বলেন, 'এর আগে ছয়বার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছি। ২০২১ সালে একসঙ্গে ডাবল ক্রস করেছি। আজ সাগর কিছুটা প্রতিকূল হলেও আবারও প্রথম হয়েছি।'

প্রতিযোগিতার সার্বিক বিষয়ে ‘কিং অব বাংলা চ্যানেল’ খ্যাত ও ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী লিপটন সরকার বলেন, 'এবার দুইজন নারীসহ ৩৫ জন সাঁতারু প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এদের মধ্য রাসেল আবারও প্রথম হয়েছেন। শান্তিপূর্ণভাবে সাঁতার শেষ হয়েছে।" তিনি আরও বলেন, "আন্তর্জাতিক রীতি অনুসরণ করে এই সাঁতার পরিচালনা করা হচ্ছে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি সাঁতারুর সঙ্গে বোট ও উদ্ধারকর্মী রয়েছে। আমরা বাংলা চ্যানেল সাঁতারকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পেরেছি।'

উল্লেখ্য, ২০০৬ সালে প্রয়াত কাজী হামিদুল হকের হাত ধরে শুরু হওয়া এই বাংলা চ্যানেল সাঁতার আজ আন্তর্জাতিক পরিচিতি পেয়েছে। সেবার বাংলা চ্যানেল পাড়ি দেন লিপটন সরকার, ফজলুল কবির ও সালমান সাঈদ। এবারের আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল ঢাকা ব্যাংক পিএলসি এবং পাওয়ার্ড বাই হিসেবে যুক্ত ছিল ডাইনামিক ডেন্টিস্ট্রি।

পে কমিশনের সব প্রস্তাব হুবহু বাস্তবায়ন নাও হতে পারে: অর্থ উ…
  • ২১ জানুয়ারি ২০২৬
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ
  • ২১ জানুয়ারি ২০২৬
কর্মসূচির ছবি ফেসবুকে দিয়ে সাইবার বুলিংয়ের শিকার ছাত্রদলের …
  • ২১ জানুয়ারি ২০২৬
নোবিপ্রবিতে তরুণ গবেষকদের নবীন বরণ ও ‘গবেষণায় হাতেখড়ি’ অনুষ…
  • ২১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশে ভারতীয় দূতাবাসকর্মীদের দেশে ফেরার পরামর্শ দিল্লির
  • ২১ জানুয়ারি ২০২৬
এআই বিষয়ক গবেষণায় ২ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ পেল পাবিপ্রবি
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9