বিদ্যুৎ উন্নয়ন বোর্ড © সংগৃহীত
ট্রান্সফর্মার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন এবং নতুন সোর্স লাইন নির্মাণ কাজের জন্য আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে কক্সবাজারের চকরিয়া এবং সিলেট নগরীর বিভিন্ন এলাকায় টানা প্রায় আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
কক্সবাজারের চকরিয়ায় আজ (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রায় আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১৩২/৩৩ কেভি চকরিয়া (রামপুর) গ্রিড থেকে ডাবল সার্কিট ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণ কাজের কারণে এই সাময়িক বিভ্রাট নেওয়া হয়েছে বলে জানিয়েছে চকরিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
চকরিয়া পিডিবির কর্মকর্তা জাকির হোসেন জানিয়েছেন, বিদ্যুৎ লাইন শাটডাউন অবস্থায় থাকলেও তা চালু হিসেবে গণ্য করা হবে এবং অফিসের অনুমতি ছাড়া লাইনে কোনো হস্তক্ষেপ করা যাবে না। তিনি আরও বলেন, জরুরি প্রয়োজনে বা কাজের ক্লিয়ারেন্স অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হতে পারে।
এই শাটডাউনের আওতায় চকরিয়ার ১১ কেভি চিরিঙ্গা ফিডারের অন্তর্ভুক্ত উপজেলা পরিষদ এলাকা ও খোদারখুম এবং ১১ কেভি সবুজবাগ ফিডারের আওতাধীন হাসপাতালের পেছনের এলাকা, সবুজবাগ আবাসিক এলাকা, ফুলতলা, তরছঘাট, কাজীপাড়া, আমানপাড়া ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন: পাম্পের কর্মচারীকে গাড়িচাপা দিয়ে হত্যা করা যুবদলের সেই সাবেক সভাপতি গ্রেপ্তার
অন্যদিকে একই দিনে সিলেট নগরীতেও ট্রান্সফর্মার মেরামত ও সঞ্চালন লাইন উন্নয়ন কাজের জন্য সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা আট ঘণ্টা শেখঘাট এলাকার বিএডিসি অফিস ও আশপাশের পয়েন্ট, শুভেচ্ছা আবাসিক এলাকা, সূর্যের হাসি ক্লিনিক, জিতু মিয়ার পয়েন্ট, তালতলা ভিআইপি রোডের পার্ক ভিউ হাসপাতাল ও হিলটাউন আবাসিক হোটেল, তেলি হাওর এলাকা, কাজিরবাজার।
তালতলা পয়েন্ট ও আশপাশ এলাকা, বাংলাদেশ ব্যাংক, বন্দরবাজারের কোর্ট পয়েন্ট, সুরমা মার্কেট, রামের দিঘীরপাড়, মির্জাজাঙ্গাল এলাকার নির্ভানা ইন হোটেল, মির্জাজাঙ্গাল পয়েন্ট, তোপখানা এলাকা, কোতোয়ালি থানা ও আশপাশ এলাকা, সিলেট সার্কিট হাউজ এলাকা, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট পুলিশ সুপারের কার্যালয়, বন্দরবাজারের প্রধান ডাকঘর, ডহর আবাসিক এলাকা, কলাপাড়া মসজিদ, কুষ্ট হাসপাতাল ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কর্মকর্তারা জানিয়েছেন, গ্রাহকদের নিরাপত্তা ও সুবিধার জন্য সতর্ক থাকতে এবং বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে। চকরিয়া পিডিবি এবং সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উভয় কর্তৃপক্ষই এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত আরও জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।