লাল বৃত্তে যুবদলের সাবেক সভাপতি © সংগৃহীত
রাজবাড়ীতে পেট্রোল পাম্পের কর্মচারীকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন ও তার গাড়ি চালক কামাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিসিটিভি ভিডিও ফুটেজের ভিত্তিতে পুলিশ জানায়, তেলের পাম্প থেকে তেল নিয়ে টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার সময় পাম্পের কর্মী দৌড়ে গিয়ে গাড়ির সামনে দাঁড়ালে তাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়।
নিহত ব্যক্তির নাম রিপন সাহা (৩০) তিনি রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় ‘করিম ফিলিং স্টেশনে’ কাজ করতেন। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে ওই ফিলিং স্টেশনের সামনে গাড়িচাপা দেয়া হয় তাকে।
প্রথমে এ ঘটনাটি দুর্ঘটনা হিসেবে দেখা হলেও পরে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে গাড়িচাপা দেওয়ার পুরো দৃশ্য দেখা যায় বলে দাবি পুলিশের।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেছেন, এটা দুর্ঘটনা না, আমরা হত্যার অভিযোগে মামলা নেব। তেল নিয়ে টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার সময় পম্পকর্মী দৌড়ে গিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। এসময় তাকে চাপা দিয়ে পালিয়ে যায় তারা।
তিনি বলেন, সুজন জেলা জেলা যুবদলের সাবেক সভাপতি। তিনি প্রথম শ্রেণীর একজন ঠিকাদার।
ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় সুজন ও তার গাড়ি চালক কামালকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে সুজনের কালো রঙের টয়োটা ক্লুগার (এসইউভি) গাড়িটিও।