বিসিবি নির্বাচন শেষে চলছে গণনা, অপেক্ষা ফলাফলের

০৬ অক্টোবর ২০২৫, ০৬:১৩ PM
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন © টিডিসি ফটো

নানা বিতর্ক ও নাটকীয়তা পেছনে ফেলে শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন।সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলে এই নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে ভোটগণনা। রাতেই এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ভোটকেন্দ্রে ভোটারদের বেশ ভালো উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে দুপুর ১২টা থেকে ২টার মধ্যে ভোটার সংখ্যা অনেকটাই কমে আসে, সহজ করে বললে, প্রায় ফাঁকা হয়ে পড়ে নির্বাচনকেন্দ্র। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে, বিশেষ করে দুপুর ২টার পর থেকে আবার ধীরে ধীরে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি।

এদিন সকালেই ভোট দেন আমিনুল ইসলাম বুলবুল। ভোট দেওয়ার অভিজ্ঞতা জানিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি আগে কখনো নির্বাচন করিনি বা অংশগ্রহণও করিনি। তাই যা-ই দেখছি, সবকিছুই নতুন লাগছে। সতীর্থরা, বিভিন্ন জেলার ও ক্লাবের প্রতিনিধিরা এসেছেন। একটা রোমাঞ্চ তো আছেই। দেখা যাক কী হয়।’

আরও পড়ুন: কেমন হলো বিসিবি নির্বাচন?

অন্যদিকে দুপুর ২টার পর ভোট দিতে আসেন আলোচিত সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।জয়ের ব্যাপারেও বেশ আশাবাদী ফারুক। তিনি বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো এবং সুষ্ঠু একটি ভোট হবে বলেই প্রত্যাশা করছি। আমি আমার জয় নিয়ে আশাবাদী।’

এর আগে সোয়া ১০টার দিকে পরিচালক পদপ্রার্থী হিসেবে ভোট দিতে আসেন নাজমুল আবেদিন ফাহিম, দেবব্রত পাল, খালেদ মাসুদ পাইলট এবং আদনান রহমান দীপন। তাদের পরপরই ভোটকেন্দ্রে প্রবেশ করেন বিসিবির সদ্য সাবেক পরিচালক ও একই পদে প্রার্থী ইফতেখার রহমান মিঠু। বেলা ১১টার দিকে ভোট দিতে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, হান্নান সরকার ও সানোয়ার হোসেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ শেষে আজ সন্ধ্যা ৬টার মধ্যেই পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন। রাত ৯টায় প্রকাশ করা হবে এই দুই গুরুত্বপূর্ণ পদের ফলাফল।

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্…
  • ২০ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ২০ জানুয়ারি ২০২৬
শুধু দল নয়, দেশের মানুষ থেকে মন্ত্রী বানাব: ডা. তাহের
  • ২০ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্ত…
  • ২০ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ কবে, জানালেন ডিন
  • ২০ জানুয়ারি ২০২৬
বিইউপির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9