বেসরকারি স্কুলে ভর্তির সুযোগ প্রায় ২ লাখ, আসন ফাঁকা সাড়ে ৮ লাখ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ PM
ডিজিটাল লটারিতে দেশের সব মেট্রোপলিটন ও জেলা-উপজেলা সদরের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছে ১ লাখ ৯৭ হাজার ৯৭৮ জন শিক্ষার্থী। এবার আসন ফাঁকা রয়েছে ৮ লাখ ৪৩ হাজার ১৬০টি।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর সেগুন বাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে স্কুলের ভর্তির লটারি প্রক্রিয়া শুরু হয়।
পরে লটারি প্রক্রিয়া শেষ হলে দুপুরে পৌনে তিনটায় অনুষ্ঠানস্থলে ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য সচিব এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার উপপরিচালক ইউনুস ফারুকী নির্বাচিত শিক্ষার্থীদের সংখ্যা ঘোষণা করেন৷
আরও পড়ুন: সুযোগ পেল ১ লাখ ৭৫২১ শিক্ষার্থী, আসন ফাঁকা ১৪ হাজারের বেশি
এর আগে, মহানগর এবং জেলা ও উপজেলা সদরের ৩ হাজার ৩৬০টি বেসরকারি স্কুলের ১০ লাখ ৭২ হাজার ৯১৭টি আসনে ভর্তির আবেদন করেছেন ৩ লাখ ৩৬ হাজার ১৯৬ জন শিক্ষার্থী, তারা ৫ লাভ ৯৩ হাজার ৬১৬টি আসন পছন্দ দিয়েছেন।
ভর্তি শুরু ১৭ ডিসেম্বর
লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা ১৭ থেকে ২১ ডিসেম্বর ভর্তি হতে পারবেন। এবারও ভর্তির ক্ষেত্রে গতবারের মত দুটি অপেক্ষমান তালিকা থাকবে। ২২ থেকে ২৪ ডিসেম্বর প্রথম ওয়েটিং লিস্ট থেকে এবং ২৭ থেকে ৩০ ডিসেম্বর দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে।