স্কুল ভর্তি লটারির প্রস্তুতি চলছে, দেখুন সরাসরি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ AM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:০১ AM
সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে ২০২৬ সালের প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ১০টার পর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হচ্ছে ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্নের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত আছেন।
ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্নের আনুষ্ঠানিকতা শেষে ফল প্রকাশিত হবে। প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা ভর্তির এই (https://gsa.teletalk.com.bd) লিংক থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল ডাউনলোড করতে পারবেন।
জানা গেছে, কেন্দ্রীয় ডিজিটাল লটারির মাধ্যমে সারা দেশের ৪ হাজার ৪৮টি সরকারি ও বেসরকারি স্কুলে ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
অনলাইনে যেভাবে জানা যাবে লটারির ফলাফল
লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা এই লিংক থেকে আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবেন। ফলাফল ডাউনলোড করতে শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
ডাউনলোডকৃত ফলাফল পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানপ্রধানদের তা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে (E-mail) পাঠাতে হবে এবং মাউশিকে অবহিত করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা আহ্বান করে যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক ভর্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।