স্কুলে ভর্তির লটারি আজ, ফল দেখবেন যেভাবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ AM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ AM
দেশের সব সরকারি স্কুল এবং মহানগর ও জেলা উপজেলা সদরের বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির লটারি অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফেসবুকে পেজে এ প্রক্রিয়া লাইভ দেখানো হবে। ঘরে বসেই ফলাফল অনলাইনে দেখতে পারবেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
ওয়েবসাইটে লগইন করেও দেখা যাবে ফলাফল। স্কুলে ভর্তি আবেদন প্রক্রিয়া চলে ৫ ডিসেম্বর পর্যন্ত। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের লটারির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণ করা হবে। গত রবিবার (৩০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ১১ ডিসেম্বর লটারির সময় নির্ধারণ করা হয়েছে। ৫ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের লটারির জন্য আবেদন করার সময়সীমা নির্ধারণ করা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা ডেকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
ফল দেখবেন যেভাবে
লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান/অভিভাবক/শিক্ষার্থী https://gsa.teletalk.com.bd লিংক থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত ফলাফল প্রাপ্তির সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান প্রধানগণ সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে প্রেরণ করে মাউশিকে অবহিত করতে হবে।
মাউশি বলছে, এবার সরকারি-বেসরকারি ৪ হাজার ৪৮টি বিদ্যালয়ে আসন আছে ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মোট আসনের মধ্যে ৩ হাজার ৩৬০টি বেসরকারি বিদ্যালয়ে আছে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি আসন। এ ছাড়া সরকারি ৬৮৮টি স্কুলে সিট রয়েছে ১ লাখ ২১ হাজার ৩০টি।