সরকারি স্কুলে ভর্তি
সুযোগ পেল ১ লাখ ৭৫২১ শিক্ষার্থী, আসন ফাঁকা ১৪ হাজারের বেশি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ PM
ভাগ্য পরীক্ষায় সরকারি স্কুলে ভর্তির সুযোগ পেলেন ১ লাখ ৭ হাজার ৫২১শিক্ষার্থী। আসন ফাঁকা রয়েছে ১৪ হাজার ৯৫ টি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুন বাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে স্কুলের ভর্তির লটারি প্রক্রিয়া শুরু হয়।
মাউশি জানিয়েছে, এবার সরকারি-বেসরকারি ৪ হাজার ৪৮টি বিদ্যালয়ে আসন আছে ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। মোট আসনের মধ্যে ৩ হাজার ৩৬০টি বেসরকারি বিদ্যালয়ে আছে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি আসন। এ ছাড়া সরকারি ৬৮৮টি স্কুলে সিট রয়েছে ১ লাখ ২১ হাজার ৩০টি।