স্কুলে ভর্তিতে ৫ দিনে কত আবেদন পড়ল? 

২৫ নভেম্বর ২০২৫, ০৬:০৫ PM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৫, ০৬:০৫ PM
স্কুল শিক্ষার্থী

স্কুল শিক্ষার্থী © ফাইল ফটো

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন অনলাইনে শুরু হয়েছে। এ পর্যন্ত ৫ দিনে (২১-২৫ নভেম্বর) আবেদন পড়েছে প্রায় ৩ লাখ ৬৯ হাজার ৬ জন। এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

সোমবার (২৫ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

মাউশির সূত্রমতে, এবার সরকারি-বেসরকারি ৪ হাজার ৪৮টি বিদ্যালয়ে আসন আছে ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। গত ১৪ দিনে (রবিবার বিকাল ৫টা পর্যন্ত) আবেদন করেছে ৩ লাখ ৬৯ হাজার ৬ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।

মোট আসনের মধ্যে ৩ হাজার ৩৬০টি বেসরকারি বিদ্যালয়ে আছে মোট ১০ লাখ ৭২ হাজার ২৫১টি আসন। এর বিপরীতে আবেদন করেছে ৯৮ হাজার ৭৬২ শিক্ষার্থী। এ ছাড়া সরকারি ৬৮৮টি স্কুলে ১ লাখ ২১ হাজার ৩০টি সিটের বিপরীতে আবেদন পড়েছে ২ লাখ ৬০ হাজার ২৪৪টি।

আবেদনের নতুন নিয়ম
এবার স্কুলে ভর্তির ক্ষেত্রে অনলাইন আবেদনপ্রক্রিয়ায় বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। আবেদন করতে শিক্ষার্থী বা অভিভাবককে gsa.teletalk.com.bd-এ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর আবেদন ফরম পূরণ ও টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএস-এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করে ভর্তির আবেদনের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আবেদনপত্রের নির্দেশনা অনুযায়ী প্রার্থী তার সব তথ্য পূরণ করবেন। যেসব প্রার্থী বিভিন্ন কোটায় আবেদন করবেন, তাদের প্রযোজ্য কোটার বক্সে টিক চিহ্ন দিতে হবে। অন্যথায় কোটা বিবেচনা করা হবে না।

অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ পিক্সেল) স্ক্যান করে JPEG ফরমেটে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।

আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী আবেদনপত্র Submit করা হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখে নিতে পারেন। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা হলে প্রার্থী একটি User ID-সহ Applicant's copy পাবেন।

ফি পরিশোধের নিয়ম
Applicant's কপিতে প্রাপ্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী যেকোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে দুটি SMS করে আবেদন ফি বাবদ প্রতিটি Application এর জন্য ১০০ টাকা জমা দিতে হবে।

প্রথম SMS: GSAUser ID (Web Application হতে প্রাপ্ত) লিখে Send করতে হবে 16222 নম্বরে উদাহরণ: GSAABCDEF লিখে Send করতে হবে 16222 নম্বরে।

ফিরতি SMS: এবার শিক্ষার্থীর নামসহ একটি PIN নম্বর পাওয়া যাবে। যা ব্যবহার করে দ্বিতীয় SMS-টি করতে হবে। ভর্তির আবেদনের বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এখানে।

ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলার উদ্বোধন
  • ১৮ জানুয়ারি ২০২৬
নিয়োগ ও সনদ জালিয়াতির অভিযোগে বেরোবিতে দুদকের অভিযান
  • ১৮ জানুয়ারি ২০২৬
শাকসু বাতিলের দাবিতে ইসি ঘেরাও কেন্দ্রীয়  ছাত্রদলের, পাল্টা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউএনওকে ধমক দেওয়া সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত
  • ১৮ জানুয়ারি ২০২৬
রেডমি নোট ১৫ সিরিজের নতুন ৩ স্মার্টফোন আনলো শাওমি
  • ১৮ জানুয়ারি ২০২৬
অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাবের গ্র্যান্ড ফিনালে
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9