স্কুল ক্রীড়ায় দায়িত্বে থাকা কন্টিনজেন্ট লিডার ৩ বছরের জন্য নিষিদ্ধ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)  © টিডিসি সম্পাদিত

স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে একজন কন্টিনজেন্ট লিডারকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। জাতীয় পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দায়িত্বে অবহেলার কারণে প্রতিযোগিতার পরিবেশ বিঘ্নিত হওয়ায় গঠনতান্ত্রিক বিধান অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু ১৯ নভেম্বর, তথ্য নেওয়া হতে পারে সেপ্টেম্বর পর্যন্ত

চিঠিতে বলা হয়েছে, ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫-এ কুমিল্লার শৈলরানী দেবী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আনোয়ার হোসেন দায়িত্ব পালনে গাফিলতি করেছেন। এজন্য আগামী তিন বছরের জন্য জাতীয় পর্যায়ের সব ক্রীড়া কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ২৩ থেকে ২৭ অক্টোবর ঢাকা মহানগরে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বকুল অঞ্চলের কন্টিনজেন্ট লিডার হিসেবে দায়িত্ব পালন করেন আনোয়ার হোসেন। এই সময় তিনি শিক্ষার্থীদের প্রতি যথাযথ দায়িত্ব পালনে শৈথিল্য দেখান। গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্বে ব্যর্থতার কারণে ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সব জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ