পোড়া শরীর নিয়ে দৌড়ানো মায়া চিরনিদ্রায় শায়িত

মাহিয়া তাসনিম মায়ার জানাজা
মাহিয়া তাসনিম মায়ার জানাজা  © সংগৃহীত

মাইলস্টোন স্কুলের সামনে পোড়া শরীর নিয়ে দৌড়াচ্ছেন এক শিক্ষার্থী। এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়েছে বিমান দুর্ঘটনার দিন থেকেই। অগ্নিদগ্ধ সেই শিক্ষার্থী মেহেরপুরের জয়পুর গ্রামের মাহিয়া তাসনিম মায়া। বৃহস্পতিবার (২৪ জুলাই) তার মৃত্যু হয়। আজ শুক্রবার (২৫ জুলাই) জানাজা শেষে নিজ গ্রামেই দাফন করা হয় তাকে।

জানা গেছে, মাহিয়া তাসনিম মায়ার বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ২০১৯ সালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। স্বামীর মৃত্যুর পর দুই কন্যা সন্তানকে নিয়ে স্বপ্ন দেখছিলেন আফরোজা আক্তার বিউটি। এখন সব স্বপ্ন স্বপ্নই রয়ে গেল তার। মেয়ের কথা মনে পড়তেই বার বার মূর্ছা যাচ্ছেন তিনি।

দুর্ঘটনার দিন স্কুলের বাইরে অপেক্ষা করছিলেন আফরোজা খাতুন বিউটি। মেয়ের ফোনে কল করলে ধরে তার এক বান্ধবী এবং মেয়েকে খুঁজে পায় স্বেচ্ছাসেবীদের কাছে। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মেয়েকে নিয়ে যায় এবং চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে মারা যায় মায়া।

আরও পড়ুন: বাঁচানো গেল না মাইলস্টোন শিক্ষার্থী মাকিনকে

মায়ার মরদেহ আজ শুক্রবার (২৫ এপ্রিল) ভোরে পৌঁছায় মেহেরপুরের জয়পুর গ্রামে। এ সময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। মায়ার এমন মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম। সকাল সাড়ে ৮ টায় মায়ার জানাজা অনুষ্ঠিত হয় এবং  জয়পুর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

মায়ার বাবা ছিলেন একজন প্রোকৌশলী। বাড়ি চুয়াডাঙ্গার কুড়লগাছি গ্রামে। দুবাইয়ে স্ট্রোক করে মারা যান ৫ বছর আগে। মায়া ও ৫ বছরের ছোট্ট মেয়ে মালিহাকে নিয়ে মা আফরোজা ঢাকার উত্তরার নিজ বাসায় থাকতেন বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ