স্নাতকে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়

ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি
ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি  © সংগৃহীত

স্নাতকে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি (এফএইউ)। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ এপ্রিল।

পড়ুন স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের যেসব শিক্ষার্থী আন্তর্জাতিক শিক্ষা সেবাদাতা প্রতিষ্ঠান ‘স্টাডি গ্রুপ’ এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হয়েছেন তারাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের প্রতি বছর মোট ৫ লাখ ১৫ হাজার ৩১ টাকা করে প্রদান করা হবে। চার বছরে মোট ২০ লাখ ৫৯ হাজার ৫৯২ টাকা প্রদান করা হবে। এছাড়া ট্রান্সফার হওয়া আবেদনকারীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ ২৯ হাজার ৭৪৬ টাকা প্রদান করা হবে।

এ স্কলারশিপের মেয়াদ ৪ বছর। এ স্কলারশিপের জন্য একটি হাই স্কুল ডিপ্লোমা বা এর সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। ৪.০ ইউএস গ্রেডিং স্কেলে ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে।

ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের একটি পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি। ১৯৬১ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন স্নাতকে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের টিফিন বিশ্ববিদ্যালয়

সুযোগ-সুবিধাসমূহ:

* এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের প্রতি বছর মোট ৫ লাখ ১৫ হাজার ৩১ টাকা করে প্রদান করা হবে। চার বছরে মোট ২০ লাখ ৫৯ হাজার ৫৯২ টাকা প্রদান করা হবে।
* এছাড়া ট্রান্সফার হওয়া আবেদনকারীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ ২৯ হাজার ৭৪৬ টাকা প্রদান করা হবে।
* বিশ্ববিদ্যালয়টির যে কোনো বিষয় নিয়ে পড়াষোনা করা যাবে।

আবেদনের যোগ্যতা:

* উচ্চমাধ্যমিকে ৪.০ ইউএস গ্রেডিং স্কেলে ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে।
* এসএটি বা এসিটি স্কোর জমা দিতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ পেতে হবে। অথবা টোয়েফল আইবিটিতে ন্যূনতম ৮০ পেতে হবে।
* ভিসার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।  বিস্তারিত জানতে পড়ুন


সর্বশেষ সংবাদ