মার্চে শেষ হচ্ছে যেসব স্কলারশিপের সময়সীমা

স্কলারশিপ
স্কলারশিপ  © সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের প্রবণতা বেড়েছে। বেড়েছে স্কলারশিপের পরিমাণও। বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীদের নানা ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হয়। তেমনই সব স্কলারশিপ নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের আজকের আয়োজন। মার্চ মাসে যেসব স্কলারশিপের জন্য আবেদনের সময়সীমা শেষ হচ্ছে সেগুলো দেয়া হল-

১. টিউশন ফি ছাড়াই পড়ুন থাইল্যান্ডের সিরিন্দহর্ন বিশ্ববিদ্যালয়ে

টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ দিচ্ছে থাইল্যান্ডের সিরিন্দহর্ন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এসআইআইটি)। আবেদনের শেষ সময় আগামী ১৫ মার্চ।
‘গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম ফর এক্সিল্যান্ট ফরেইন স্টুডেন্টস’ এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়াও জীবনযাত্রার ভাতা, বিমানে আসা-যাওয়ার খরচ, ভিসা ফি ও এয়ারপোর্ট ট্যাক্স ভাতা এবং স্বাস্থ্য বীমা ও দুর্ঘটনা বীমা প্রদান করা হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

২. স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে সাবাঞ্চি বিশ্ববিদ্যালয়

স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে সাবাঞ্চি বিশ্ববিদ্যালয়। বিষয়ভেদে আবেদনের সময়সীমার ভিন্নতা রয়েছে। ‘সাবাঞ্চি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়াও মাসিক উপবৃত্তি, স্বাস্থ্য বীমা, গবেষণা ভাতা ও ভ্রমণ ভাতাসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। শিক্ষার্থীরা সামাজিক বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এন্ড ন্যাচারাল সায়েন্সেস, ইনফরমেশন এন্ড টেকনোলজি ও বিজনেস অনুষদভুক্ত বিষয়গুলো নিয়ে স্নাতকোত্তর ও পিএইডি করতে পারবেন। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

৩. পেইন্টিং করে জিতুন ৬ হাজার পাউন্ড

পেইন্টিং এর উপর পুরস্কার দিচ্ছে জ্যাকসন’স আর্টস সাপ্লাইস। আবেদনের শেষ সময় আগামী ১ মার্চ। এ প্রতিযোগীতায় বিজয়ী একজনকে জ্যাকসন পেইন্টিং পুরস্কার হিসেবে ৬ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৭ লক্ষ টাকা। এছাড়াও ইমার্জিং আর্টিস্ট অ্যাওয়ার্ড হিসেবে ১ হাজার পাউন্ড, অ্যামেচার আর্টিস্ট অ্যাওয়ার্ড হিসেবে ৫০০ পাউন্ড প্রদান করা হবে। এছাড়াও আরও ৩ টি ক্যাটাগরিতে ৫০০ পাউন্ড প্রদান করা হবে। বিস্তারিত জানতে পড়ুন

৪. ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডে

স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ড। আবেদনের শেষ সময় আগামী ২২ মার্চ। ‘অরেঞ্জ নলেজ প্রোগ্রাম (ওকেপি)’ এর আওতায় শিক্ষার্থীদের পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করা হবে। টিউশন ফি ছাড়াও বিমান খরচ, মাসিক উপবৃত্তি ও স্বাস্থ্যবীমাসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। এ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা নেদারল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন। বাংলাদেশি শিক্ষার্থীরা ইন্টেগ্রেটেড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি, ইন্টেগ্রেটেড ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট, ডেল্টা ম্যানেজমেন্ট এবং সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড রাইটস বিষয়ে পড়াশোনা করতে পারবেন। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

৫. জার্মানিতে স্টুডেন্ট প্রোগ্রাম, আবেদন শেষ ৮ মার্চ

সাত সপ্তাহের সামার স্টুডেন্টস প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে জার্মানির ‘ডয়েচেস ইলেক্টনেন সিন্ক্রোটেন (ডিইএসওয়াই)’ নামক একটি গবেষণা কেন্দ্র। আবেদনের শেষ সময় আগামী ৮ মার্চ। ‘ডিইএসওয়াই সামার স্টুডেন্ট প্রোগ্রাম-২০২২’ এর আওতায় শিক্ষার্থীদের বিমানে আসা-যাওয়ার খরচ ও মাসিক উপবৃত্তি প্রদান করা হবে। মোট ১০০ জনকে এ সুবিধা প্রদান করা হবে। স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। ১৯ জুলাই থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির হামবুর্গে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

৬. অক্সফোর্ডে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ডব্লিউএফপি

দুই থেকে ছয় মাসের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)। বিষয়ভেদে আবেদনের সময়সীমার ভিন্নতা রয়েছে। এ ইন্টার্নশিপের আওতায় উপবৃত্তি হিসেবে শিক্ষার্থীদের প্রতি মাসে এক হাজার ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৮৬ হাজার টাকা। এছাড়াও বিমানে আসা-যাওয়ার খরচ প্রদান করা হবে। জাতিসংঘের অধীনে ডব্লিউএফপি এ ইন্টার্নশিপের জন্য অর্থায়ন করবে। এ ইন্টার্নশিপে সার্বিক সহযোগীতা করবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

৭. ইউনাইটেড ন্যাশন ইউনিভার্সিটিতে পিএইচডির সুযোগ

‘রিসোর্স নেক্সাস ফর সাসটেইনেবিলিটি ট্রান্সফরমেশনস’ বিষয়ে পিএইচডির সুযোগ দিচ্ছে জার্মানির ইউনাইটেড ন্যাশন ইউনিভার্সিটি ইনস্টিটিউট ফর ইন্টেগ্রেটেড ম্যানেজমেন্ট অব ম্যাটারিয়াল ফ্লুক্সেস এন্ড অব রিসোর্সেস। আবেদনের শেষ সময় আগামী ৩১ মার্চ। ‘জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (DAAD)’ এর আওতায় শিক্ষার্থীদের প্রতি মাসে এক হাজার ২০০ ইউরো প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ১৬ হাজার টাকা। এছাড়াও বাস্থ্য ও দুর্ঘটনা বীমা, ভ্রমণ ভাতাসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

৮. ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন চীনের শ্যানডং বিশ্ববিদ্যালয়ে

স্নাতকে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে চীনের শ্যানডং বিশ্ববিদ্যালয়। আবেদনের শেষ সময় আগামী ৩১ মার্চ। ‘শ্যানডং ইউনিভার্সিটি স্কলারশিপ ফর ইন্টারন্যাশনাল স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের অধ্যয়নের সকল খরচ বহন করা হবে। শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ ছাড়াও একটি মাসিক উপবৃত্তি হিসেবে ১০০০ চাইনিজ ইউয়ান প্রদান করা হবে। এ স্কলারশিপের মেয়াদ ৪ বছর। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

৯. ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন চীনের উহান ইউনিভার্সিটিতে

স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে চীনের উহান ইউনিভার্সিটি অব টেকনোলজি। আবেদনের শেষ সময় আগামী ৩১ মার্চ। চাইনিজ গভমেন্ট স্কলারশিপ ও বেল্ট এন্ড রোড প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডি করতে কোনো খরচ লাগবে না। টিউশন ফি মওকুফ, মাসিক উপবৃত্তি, স্বাস্থ্যবীমা, আবাসন সুবিধা ও ভ্রমণ ভাতা সহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

১০. স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ে

পিএইচডিতে তেমনই একটি স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়। বছরের যে কোনো সময় আবেদন করা যাবে। প্রতিবছর মোট ২০০ জন শিক্ষার্থীকে এ স্কলারশিপ প্রদান করা হয়। ‘ইউনিভার্সিটি অব ওটাগো ডক্টরাল স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের ৩ বছরের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়া প্রতিবছর মাসিক উপবৃত্তি হিসেবে ২৮ হাজার নিউজিল্যান্ড ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৬ লক্ষ টাকা। এছাড়াও বিনামূল্যে গবেষণায় অংশগ্রহণের সুযোগ ছাড়াও নানান সুযোগ-সুবিধা প্রদান করা হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

১১. স্কলারশিপ নিয়ে স্নাতক পড়ুন যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে

স্কলারশিপ নিয়ে স্নাতকের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়। আবেদনের শেষ সময় আগামী ২৮ মার্চ। ‘থিঙ্ক বিগ আন্ডারগ্র্যাজুয়েট এন্ড পোস্ট গ্র্যাজুয়েট‘ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি এর জন্য অনুদান দেয়া হবে। স্নাতকের জন্য ৪ বছর মেয়াদী এবং স্নাতকোত্তরে ১ বছর মেয়াদী এ স্কলারশিপ প্রদান করা হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

১২. স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার

স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যােন্ড সরকার। আবেদনের শেষ সময় আগামী ২৫ মার্চ। ‘আয়ারল্যান্ড গভমেন্ট স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীরা কোনো ধরনের টিউশন ফি ছাড়াই স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি করতে পারবেন। এছাড়াও বছরে ১০ হাজার ইউরো পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে। ১ বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে। আয়ারল্যান্ড সরকারের অর্থায়নে শিক্ষার্থীরা দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবেন। মোট ৬০ জনকে এ স্কলারশিপ দেয়া হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

১৩. ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন ইউরোপের দেশ রোমানিয়ায়

স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। আবেদন শেষ হবে আগামী ১৫ মার্চ। ‘রোমানিয়া গভমেন্ট স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের কোনো ধরনের টিউশিন ফি লাগবে না। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর ডরমিটরিতে থাকার ব্যাবস্থা, মাসিক উপবৃত্তিসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। এ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা রোমানিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে মেডিসিন ও ফার্মেসি ছাড়া প্রায় সব বিষয়ে অধ্যয়ন করা সুযোগ পাবেন। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে


সর্বশেষ সংবাদ