ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডে
- শাহাদাত বিপ্লব
- প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৩ PM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৩ PM
স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ড। বাংলাদেশসহ কয়েকটি দেশের শিক্ষার্থীরা এক থেকে দুই বছর মেয়াদী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২২ মার্চ।
‘অরেঞ্জ নলেজ প্রোগ্রাম (ওকেপি)’ এর আওতায় শিক্ষার্থীদের পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করা হবে। টিউশন ফি ছাড়াও বিমান খরচ, মাসিক উপবৃত্তি ও স্বাস্থ্যবীমাসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
এ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা নেদারল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন। বাংলাদেশি শিক্ষার্থীরা ইন্টেগ্রেটেড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি, ইন্টেগ্রেটেড ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট, ডেল্টা ম্যানেজমেন্ট এবং সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড রাইটস বিষয়ে পড়াশোনা করতে পারবেন।
সুযোগ-সুবিধাসমূহ:
* টিউশন ফি মওকুফ করা হবে।
* জীবনযাত্রাভাতা বাবদ মাসিক উপবৃত্তি করা হবে।
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* স্বাস্থ্য বীমা।
আবেদনের যোগ্যতা:
* স্নাতক ডিগ্রীধারী হতে হবে এবং আবেদনকৃত প্রোগ্রামের দেয়া একাডেমিক রিকয়ারমেনট পূরণ করতে হবে।
* অন্তত দুই বছরের ফুল-টাইম কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
* যাদের শিক্ষাদান বা গবেষণা সহকারী হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে, তারাও এই অভিজ্ঞতা দেখিয়ে আবেদন করতে পারেন।
* ইংরেজি ভাষার দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
* আবেদনকারীর পাসপোর্ট।
* একাডেমিক পেপারস।
* দুইটি রেফারেন্স লেটার।
* পার্সোনাল স্টেটমেন্ট।
* ইংরেজি দক্ষতা সনদ।
* জীবন বৃত্তান্ত (সিভি)।
* রিসার্চ প্রপোজাল (যদি থাকে)।
আবেদন প্রক্রিয়া:
আবেদনকারীকে প্রথমেই একটি কোর্স নির্বাচন করতে হবে। এরপর পছন্দের বিষয়টি যে ইউনিভার্সিটি অফার করছে, সেই ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।