বেরোবির ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটের নতুন নাম ‘ইন্সটিটিউট অব রিসার্চ এক্সিলেন্স'

সিন্ডিকেট সভা
সিন্ডিকেট সভা  © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ‘ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট’ এর নাম পরিবর্তন করে ‘ইন্সটিটিউট অব রিসার্চ এক্সিলেন্স’ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১১৪তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সিন্ডিকেট সদস্যরা সর্বসম্মতিক্রমে নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গবেষণায় উৎকর্ষ অর্জনের লক্ষ্যকে সামনে রেখে এই নামকরণ করা হয়েছে। আন্তর্জাতিক মানের গবেষণা, প্রশিক্ষণ ও নতুন জ্ঞান সৃষ্টির ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠানটিকে আরও গতিশীল ও কার্যকর করতে এই পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ২০০৯ সালে বেরোবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. জলিল মিয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত ‘ড. ওয়াজেদ মিয়া রিসার্চ ইনস্টিটিউট’ এর আজও সুনির্দিষ্ট অনুমোদন ও নীতিমালা নেই। দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের কারণে প্রকল্পটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।


সর্বশেষ সংবাদ