স্নাতকে স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করুন কানাডার সেন্ট লরেন্স কলেজে

সেন্ট লরেন্স কলেজ
সেন্ট লরেন্স কলেজ  © সংগৃহীত

স্নাতকে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে কানাডার সেন্ট লরেন্স কলেজ। ২০২২-২৩ শিক্ষাবর্ষে অধ্যয়নের জন্য বৃত্তিটি প্রদান করা হবে। বাংলাদেশসহ আর্ন্তজাতিকের সকল শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

সেন্ট লরেন্স কলেজ কানাডার কিংস্টনে ১৯৬৭ সালে প্রতিষ্ঠা করা হয়। কলেজটি আর্ট ও টেকনোলোজি নির্ভর প্রতিষ্ঠান। এতে রয়েছে ছয় হাজারেরও অধিক শিক্ষার্থী। প্রায় ৯০টি একাডেমিক প্রোগ্রাম চালু রয়েছে।

আরও পড়ুন: ‘মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস অপরিবর্তিত থাকবে’

সুযোগ-সুবিধা:

* যেকোন দেশের শিক্ষার্থীরা বৃ্ত্তিটির জন্য আবেদন করতে পারবেন।
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।
* উপবৃত্তি হিসেবে প্রতিমাসে ২ হাজার টাকা প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমান ১ লাখ ৭১ হাজার টাকা।
* দ্বিতীয় সেমিস্টার থেকে একাডেমিক ফলাফলের উপর আরও বৃত্তি প্রদান করা হবে।

যোগ্যতা:

* শিক্ষার্থীকে অবশ্যই প্রতিষ্ঠানটির কমপক্ষে দুইটি প্রোগ্রামে অধ্যয়নে ইচ্ছা থাকতে হবে।
* কানাডার শিক্ষার্থীরা এ বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন না।
* উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
* মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল থাকতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষতা সনদ থাকতে হবে। আইইএলটিএসএ পরীক্ষায় নূন্যতম ৬.৫ থাকতে হবে।

আরও পড়ুন: ৩ এপ্রিলের মধ্যে এসএসসির টেস্ট পরীক্ষা শেষের নির্দেশ

আবেদনের জন্য যা দরকার:

* আবেদনকারীর সিভি।
* আবেদনকারীর পাসপোর্ট
* রেফারেন্স লেটার।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* স্টেটমেন্ট অব পারপাজ।
* রিসার্চ প্রপোজাল।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ