আকর্ষণীয় বৃত্তি নিয়ে অধ্যয়ন করুন খলিফা বিশ্ববিদ্যালয়ে

১৪ জানুয়ারি ২০২২, ০২:৩৯ PM
খলিফা বিশ্ববিদ্যালয়

খলিফা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জন্য বাংলাদেশসহ বিশ্বের যেকোনা দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত।

‘খলিফা বিশ্ববিদ্যালয়’স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পছন্দের যেকোন বিষয় নিয়ে অধ্যয়ন করতে পারবেন। শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়া আবাসন খরচ, বিমান খরচসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে বৃত্তিটিতে।

আরও পড়ুন: তরুণ বিজ্ঞানীদের অস্ট্রিয়ায় গবেষণার সুযোগ, আবেদন শেষ ১৪ জানুয়ারি

 দেশটির আমীর খলিফা বিন জায়েদ আল নাহিয়ান বিশ্ববিদ্যালয়টি আবু ধাবি শহরের শারজাহতে ২০০৭ সালে প্রতিষ্ঠা করেন। এটি একটি পাবলিক রির্সাচ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যে উচ্চশিক্ষার এ প্রতিষ্ঠানটি ওয়ার্ড র‌্যাংকিংয়ে ১৮৩তম স্থান অর্জন করে।

সুযোগ-সুবিধা:

*সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ।
*মাসিক উপবৃত্তি।
*স্বাস্থ্য ভাতা।
*গবেষণা ভাতা।
*আবাসন ব্যাবস্থা।
*ভ্রমণ ভাতা।
*খাবার ভাতা

যোগ্যতা:

*যেকোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
*স্নাতক ও স্নাতকোত্তরে ফলাফল ভালো হতে হবে।
*ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা আইইএলটিএস এ ভালো স্কোর তুলতে হবে।
*বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে

আরও পড়ুন: এইচএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হয়নি

আবেদনের জন্য যা প্রয়োজন

* পূণাঙ্গ জীবন বৃত্তান্ত ।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* বৈধ পাসর্পোট
* স্টেটমেন্ট অব পারপাজ।
* রিসার্চ প্রপোজাল

আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন

এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নেবে ল্যাবএইড ক্যান্সার হাস…
  • ২৫ জানুয়ারি ২০২৬
সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের
  • ২৫ জানুয়ারি ২০২৬
২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে আমাদের: তারেক …
  • ২৫ জানুয়ারি ২০২৬
স্লোগান দিয়ে জনতাকে উসকে দেওয়া রাজিব গ্রেপ্তার
  • ২৫ জানুয়ারি ২০২৬
অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার নেবে এসিআই মটরস, পদ ১৫, বয়স ২৪ …
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় গেলে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে: তার…
  • ২৫ জানুয়ারি ২০২৬