এমফিল-পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে লন্ডনের কিংস কলেজ

এমফিল-পিএইচডির জন্য ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে লন্ডনের কিংস কলেজ
এমফিল-পিএইচডির জন্য ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে লন্ডনের কিংস কলেজ  © সংগৃহীত

পোস্ট-গ্রাজুয়েট রিসার্চ (পিজিআর) প্রোগ্রামের জন্য ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে লন্ডনের কিংস কলেজ। বাংলাদেশ সহ যুক্তরাজ্যের বাইরের যেকোন দেশের শিক্ষার্থীরা এমফিল ও পিএইচডির জন্য এখানে আবেদন করতে পারবেন।

পিজিআর স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা কিংস কলেজের হেলথ অনুষদগুলোর মধ্যে যেকোন একটিতে অথবা ন্যাচারাল কিংবা গাণিতিক বিজ্ঞান অনুষদে পড়তে পারবেন।

আবেদনের সময় শেষ হবে আগামী ০১ অক্টোবর।

নিরাপত্তা ও আধুনিক জীবন-যাপনের সুবিধা থাকায় লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত এই কলেজটি সারা বিশ্বের শিক্ষার্থীদের কাছেই পছন্দের শীর্ষে রয়েছে। মেডিকেল শিক্ষা ও বায়োমেডিকেল বিষয় নিয়ে গবেষণার জন্যও খ্যাতি রয়েছে ইউরোপের অন্যতম বৃহত্তম এই শিক্ষাপ্রতিষ্ঠানটির। বিশ্বখ্যাত বিভিন্ন গবেষক এবং তাদের কাজের সরাসরি সান্নিধ্যে আসার সুযোগ পাবেন কলেজটির শিক্ষার্থীরা।

সুযোগ-সুবিধা: 

* সম্পূর্ণ টিউশন ফি দেয়া হবে।

* প্রত্যেক শিক্ষার্থী বার্ষিক ১৭ হাজার ৬০৯ পাউন্ড (২০ লাখ ৬৯ হাজার টাকা) পাবেন।

* এছাড়া গবেষণা প্রজেক্টের ধরন অনুযায়ী সর্বোচ্চ ৫৮ হাজার টাকা পর্যন্ত গবেষণা ব্যয় পেতে পারেন।

আবেদনের যোগ্যতা:

* প্রার্থীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।

* ফুল-টাইম এমফিল/পিএইচডির জন্য আবেদন করতে হবে।

* ২০২২ সালের জুনের মধ্যে শিক্ষাকার্যক্রম শুরু করতে হবে।                    

                             আরও পড়ুন: যুক্তরাজ্যে পড়ুন শেভেনিং বৃত্তি নিয়ে
                             আরও পড়ুন:স্নাতকে স্কলারশিপ দিচ্ছে কানাডা

সিলেকশন প্রসেস:

* প্রার্থীর গবেষণা প্রপোজাল, একাডেমিক রেজাল্ট এবং স্টেটমেন্ট অব জাস্টিফিকেশন যাচাই করে এই স্কলারশিপের জন্য মনোনয়ন দেয়া হবে।

যেভাবে আবেদন করবেন:

অনলাইনে ফরম পূরণের মাধ্যমে শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বৃত্তি নিশ্চিত করতে চাইলে আবেদনের সময় অবশ্যই সুপারভাইজার আইডেন্টিফিকেশন ও ৫নং ঘরে টিক দিয়ে একটি কোড প্রবেশ করাতে ভুল করবেন না।

স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ভিজিট করুন এখানে। আর আবেদনের জন্য ক্লিক করুন এই লিংকে। 


সর্বশেষ সংবাদ