শিক্ষার্থীদের শতভাগ টিউশন ফি দিচ্ছে রাশিয়ার সরকার

স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বৃত্তি দিচ্ছে রাশিয়া
স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বৃত্তি দিচ্ছে রাশিয়া  © সংগৃহীত

স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে শতভাগ টিউশন ফি দিয়ে স্কলারশিপের দিচ্ছে রাশিয়ান ফেডারেশনের শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়। ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য বাংলাদেশসহ বিশ্বের যে কোন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত থাকবে আবেদনের সুযোগ।

সুবিধা:

স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ১০০% টিউশন ফি বহন করবে রাশিয়ান ফেডারেশনের শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়।

যোগ্যতা:

* রাশিয়ান নাগরিক ছাড়া সকল দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

* আবেদনকারীদের অবশ্যই স্নাতক ডিগ্রি (স্নাতকোত্তরের জন্য) বা স্নাতকোত্তর ডিগ্রি (পিএইচডির জন্য) থাকতে হবে।

* আবেদনকারীকে অবশ্যই একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট এবং পাসপোর্টের একটি কপি জমা দিতে হবে।

 * অংশগ্রহণকারীরা রাশিয়ান বা ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে।

যেসব বিষয়ে পড়তে পারবেন:

গণিত ও কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লিনিক্যাল মেডিসিন ও জনস্বাস্থ্য, কম্পিউটার ও ডেটা সায়েন্স, ব্যবসা ও ব্যবস্থাপনা, রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক, জীববিজ্ঞান ও বায়োটেকনোলজি, স্নায়ুবিজ্ঞান ও মনোবিজ্ঞান, শারীরিক বিজ্ঞান, ভাষাবিজ্ঞান, আধুনিক ভাষা, রসায়ন ও উপকরণ বিজ্ঞান, অর্থনীতি, প্রকৌশল ও প্রযুক্তি এবং আর্থ সায়েন্স।

যেভাবে আবেদন করতে হবে:

শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এই লিংকে।  


সর্বশেষ সংবাদ