আইইএলটিএস ছাড়াই থাইল্যান্ডে উচ্চশিক্ষা

সিরিনধর্ন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এসআইআইটি)
সিরিনধর্ন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এসআইআইটি)  © সংগৃহীত

আইইএলটিএস কিংবা টোয়েফল ছাড়াই বিনামূল্যে স্কালারশিপ দিচ্ছে থাইল্যান্ডের সিরিনধর্ন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এসআইআইটি)। স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রিধারী সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

অধ্যয়নের ভাষা হবে ইংরেজি। এতে মাস্টার্স ডিগ্রির সময়কাল ২ বছর এবং পিএইচডি ডিগ্রিতে লাগবে ৩ বছর। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। দিতে হবে না কোন আবেদন ফি।

এসআইআইটি থাইল্যান্ডের কেন্দ্রস্থলে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় থমাসাত বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত একটি আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

সুযোগ-সুবিধা:

  • সম্পূর্ণ টিউশন ফি
  • শিক্ষাগত সহায়তা ফি (সম্পূর্ণ থিসিস সাপোর্ট)
  • জীবন ভাতা: প্রতি মাসে ১০ হাজার বাথ (থাইল্যান্ডের মুদ্রা)। বাংলাদেশী টাকায় ২৫ হাজার ৯০০ টাকা।
  • বিমানে আসা-যাওয়ার খরচ
  • ভিসা ফি, এয়ারপোর্ট ট্যাক্স
  • স্বাস্থ্য ও দুর্ঘটনা বীমা

প্রয়োজনীয় কাগজপত্র:

  • পরিকল্পিত উদ্দেশ্যবিবরণী (অন্তত এক পৃষ্ঠা)
  • জীবনবৃত্তান্ত
  • একটি অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট বা বর্তমান ট্রান্সক্রিপ্ট
  • মাস্টার্স ডিগ্রির জন্য স্নাতকে কমপক্ষে সিজিপিএ ২.৭৫ থাকতে হবে।
  • পিএইচডির জন্য স্নাতকোত্তরে কমপক্ষে ৩.৫০ থাকতে হবে।

যেভাবে আবেদন করবেন:

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য ক্লিক করুন https://www.siit.tu.ac.th/about_news_detail.php?nid=370 এই লিংকে। 

 


সর্বশেষ সংবাদ