© সংগৃহীত
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ এর সার্কুলার ছেড়েছে ভিয়েতনামের ‘টন ডাক থাং বিশ্ববিদ্যালয়ে’। শুধু অনার্স ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুদের দেওয়া হবে এ স্কলারশিপ। ‘টন ডাক থাং বিশ্ববিদ্যালয়’ বিশ্ব তালিকায় ১০০ স্থান অর্জনকারী একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়।
**স্কলারশিপের সংখ্যা:
(১) ১০০ টি ( ৫০টি ফুল-ফ্রি এবং ৫০টি হাফ; ভিয়েতনামী ভাষায় ৩৯টি কোর্স সংবলিত ভিয়েতনামী ভাষায় স্নাতক কোর্সের শিক্ষার্থীদের জন্য )
(২) ১০০টি ( ৫০টি ফুল-ফ্রি এবং ৫০টি হাফ; ভিয়েতনামী ভাষায় ১২টি কোর্স সংবলিত ইংরেজি ভাষায় স্নাতক কোর্সের শিক্ষার্থীদের জন্য)
** আবেদনের যোগ্যতা :
(১) মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মোট/গড় জিপিএ-১০ থাকতে হবে।
(২) IELTS এর স্কোর অন্তত 5.0 থাকতে হবে।
** আবেদনের শেষ তারিখ : ১৫ অক্টোবর ২০২১ইং।
বিস্তারিত জানতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।