বিদেশে উচ্চশিক্ষা
এডিবি স্কলারশিপে বিনা খরচে স্নাতকোত্তর করুন জাপানে, আবাসনসহ থাকছে নানা সুবিধা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৫:৩০ PM
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় বিনা মূল্যে দুই বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সূর্যোদয়ের দেশ জাপান। স্কলারশিপটির কেতাবি নাম ‘এডিবি স্কলারশিপ’। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সদস্য সব দেশের নাগরিকরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ ডিসেম্বর ২০২৫।
এডিবি স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে জাপান সরকার প্রতিবছর ৩০০টিরও বেশি বৃত্তি দিয়ে থাকে। শিক্ষার্থীরা এনভায়রনমেন্ট স্টাডিজ, ইন্টারন্যাশনাল স্টাডিজ, সাসটেইনেবিলিটি সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, পাবলিক পলিসি, আরবান ইঞ্জিনিয়ারিং, হিউম্যান অ্যান্ড ইঞ্জিনিয়ার্ড এনভায়রনমেন্ট স্টাডিজ, স্বাস্থ্যবিজ্ঞান, পরিবেশ ব্যবস্থাপনা বিভাগ, সমুদ্র বিজ্ঞানসহ পছন্দের বিভিন্ন বিভাগে ভর্তি হতে পারবেন।
জাপানের সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয় হচ্ছে টোকিও বিশ্ববিদ্যালয় (The University of Tokyo)। বিশ্ববিদ্যালয়টি ১৮৭৭ সালে মেইজি সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। জাপানের অন্যতম বিখ্যাত শহর টোকিও শহরের বাঙ্কিওতে অবস্থিত টোকিও বিশ্ববিদ্যালয়। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং–২০২৫ অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি ৩২তম স্থানে রয়েছে।
সুযোগ-সুবিধা—
*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;
*প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ব্যয় ও হাউজিং ভাতা প্রদান করবে;
*এছাড়া থাকবে স্বাস্থ্য, ভ্রমণ ও বই ভাতা এবং নির্দেশনামূলক উপকরণ;
*থিসিস বা গবেষণার জন্য বিশেষ অনুদান;
আরও পড়ুন: ফেলোশিপে পিএইচডি করুন হংকংয়ে, থাকছে বার্ষিক বৃত্তি
আবেদনের যোগ্যতা—
*এডিবিভুক্ত দেশের নাগরিক হতে হবে;
*স্নাতক বা সমমানের একটি ডিগ্রি থাকতে হবে;
*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;
*দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
*আবেদনের সময় প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। তবে সিনিয়র অফিশিয়াল ও ব্যবস্থাপক পর্যায়ের প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য;
*ডিগ্রি শেষ হওয়ার পরে প্রার্থীকে অবশ্যই দেশে ফিরে আসতে রাজি থাকতে হবে;
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা
প্রয়োজনীয় কাগজপত্র—
*পূরণ করা আবেদন ফরম;
*ফিল্ড অব স্টাডি ও গবেষণা পরিকল্পনা;
*অফিশিয়াল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;
*স্নাতক সমাপ্তির সনদ (অফিশিয়াল কপি);
*দুটি সুপারিশপত্র;
আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন কানাডার বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে
আবেদনের শর্তাবলি—
*আবেদনের সকল শর্ত পূরণ করতে হবে;
*সুপারভাইজার নির্বাচন করতে হবে;
*নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পূর্ণ আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে;
*বিশ্ববিদ্যালয় ডিসেম্বর–ফেব্রুয়ারির মধ্যে প্রার্থীদের যোগ্যতা যাচাই করবে;
*মে ২০২৬–এ এডিবি নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে;
*নির্বাচিত প্রার্থীদের সব কাগজপত্রের মূল কপি জমা দিতে হবে;
*চূড়ান্ত নির্বাচিত শিক্ষার্থীরা ১ অক্টোবর ২০২৬ থেকে শরৎ সেমিস্টারে ভর্তি হবেন;
আরও পড়ুন: বিনা মূল্যে পিএইচডি করুন যুক্তরাজ্যে, লাগবে না টিউশন ফি-দেবে উপবৃত্তিও
আবেদন প্রক্রিয়া—
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।