গেটস স্কলারশিপে স্নাতকে অধ্যয়নের সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন শেষ আগামীকাল

গেটস স্কলারশিপে যুক্তরাষ্ট্রে স্নাতকে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই
গেটস স্কলারশিপে যুক্তরাষ্ট্রে স্নাতকে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। বিল গেটস স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীদের আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ সেপ্টেম্বর ২০২৫।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম একটি দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। ওয়াশিংটনের সিয়াটলে ২০০০ সালে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন চালু হয়। বেসরকারি এ প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা নিশ্চিত, দারিদ্র্য বিমোচন ও শিক্ষার প্রসারে কাজ করে থাকে। 

বিল গেটস স্কলারশিপের মেয়াদ চার বছর। এই স্কলারশিপের আওতায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), ইয়েল বিশ্ববিদ্যালয় ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সুযোগ দেওয়া হবে।

সুযোগ–সুবিধা—

এক শিক্ষাবর্ষে ৩০০ শিক্ষার্থীকে দেওয়া হয় বিল গেটস স্কলারশিপ। 

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*আবাসন সুবিধা দেবে;

*পরিবহনের ভাতা প্রদান করবে;

*বই ক্রয়ের জন্য ভাতা দেবে;

আরও পড়ুন: ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বিশ্বব্যাংক, স্নাতক-স্নাতকে অধ্যয়নরতদেরও সুযোগ আবেদনের

আবেদনের যোগ্যতা—

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*উচ্চমাধ্যমিক পাস হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*নেতৃত্বের দক্ষতা থাকতে হবে;

*বৃত্তির নীতিমালা অনুযায়ী অন্যান্য শর্ত পূরণ করতে হবে;

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন কানাডার বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনপ্রক্রিয়া— 

অনলাইনে আবেদন করা যাবে। আবেদনে করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫।


সর্বশেষ সংবাদ