কমনওয়েলথ ফেলোশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন, মাসে মিলবে সাড়ে ৩ লাখ টাকা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০৭:২০ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১২:৪৬ AM
নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর মিড-ক্যারিয়ার পেশাদারদের জন্য তিন মাস মেয়াদি থিম্যাটিক ফেলোশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ। কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন এ ফেলোশিপের জন্য। যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে পেশাগত উন্নয়নে কাজ করতে হবে ফেলোদের। আবেদনের শেষ সময় ২২ আগস্ট ২০২৫।
এই ফেলোশিপের উদ্দেশ্য হলো পেশাদারদের নিজ নিজ সেক্টরে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর সুযোগ প্রদান করা । এই প্রোগ্রামে আবেদনের জন্য বয়সের কোনো বাধা নেই এবং আইইএলটিএসেরও প্রয়োজন নেই। যাদের পাসপোর্ট নেই, তারাও আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হবে।
সুযোগ-সুবিধা—
*প্রোগ্রাম চলাকালীন ২১০৪ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৪৫ হাজার ৩৬৭ টাকা) মাসিক ভাতা প্রদান করা হবে। তবে লন্ডন মেট্রোপলিটন এলাকায় থাকলে মাসে মিলবে ২ হাজার ৬১২ ব্রিটিশ পাউন্ড;
*প্রোগ্রাম চলাকালীন বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের জন্য ভ্রমণভাতা প্রদান করবে;
*আবাসন ভাতার সুবিধা রয়েছে;
*রাউন্ড এয়ারটিকেটের সুবিধা প্রদান করবে;
*পোশাক ভাতা, স্ট্যান্ডার্ড ভিসা ফি প্রদানসহ অন্যান্য সুবিধা প্রদান করবে;
আবেদনের যোগ্যতা—
*আবেদনকারীকে অবশ্যই কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে বা একটি কমনওয়েলথ দেশ দ্বারা শরণার্থীর মর্যাদাপ্রাপ্ত হতে হবে;
*ন্যূনতম ৫ বছর ফুলটাইম/পার্ট-টাইম চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*আবেদনের সময় আবেদনকারীকে অবশ্যই চাকরিরত অবস্থায় থাকতে হবে;
*স্নাতক ডিগ্রীধারী হতে হবে;
আরও পড়ুন: গেটস স্কলারশিপে অধ্যয়নের সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন স্নাতকে, স্কলারশিপ পাবেন ৩০০ শিক্ষার্থী
প্রয়োজনীয় নথিপত্র—
*আবেদনকারীর পাসপোর্ট/ছবিযুক্ত ন্যাশনাল আইডিকার্ড;
*আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি);
*অ্যাকাডেমিক পেপারস;
*ফেলোশিপ আবেদন ফরম;
*পার্সোনাল স্টেটমেন্ট;
*রেফারেন্স লেটার তিনটি (একটি অবশ্যই প্রার্থীর বর্তমান নিয়োগকর্তা হতে হবে);
*চারটি অংশে একটি উন্নয়ন ইমপ্যাক্ট স্টেটমেন্ট প্রদান করতে হবে;
*অন্যান্য পেপারস (যদি থাকে);
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা
আবেদনপ্রক্রিয়া—
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ২২ আগস্ট ২০২৫।