কানাডায় উচ্চশিক্ষা: জেনে নিন দেশটির সেরা ১০ বিশ্ববিদ্যালয় সম্পর্কে

কানাডায় উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলে জেনে নিন সেরা বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে
কানাডায় উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলে জেনে নিন সেরা বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে  © সংগৃহীত

উন্নত জীবনমান ও বৈচিত্র্যময় সুযোগ-সুবিধার কারণে কানাডা আজ বিশ্বের শীর্ষ গন্তব্যগুলোর একটি। শিক্ষা, চাকরি কিংবা অভিবাসনের দিক থেকে এটি অনেকেরই প্রথম পছন্দ। জীবনমানের দিক থেকে কানাডা রয়েছে বিশ্বসেরা তিন দেশের তালিকায়, আর অভিবাসীদের কাছে এটি বহু আগেই হয়ে উঠেছে আস্থা ও স্বপ্নের দেশ।

আজ আমরা কানাডার সেরা ১০টি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জানব।

১. ইউনিভার্সিটি অব টরন্টো (University of Toronto)

১৮২৭ সালের ১৫ মার্চ প্রতিষ্ঠিত হয় টরন্টো বিশ্ববিদ্যালয়। এটি কানাডার অন্টারিও প্রদেশের টরন্টোতে অবস্থিত। টরন্টো বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। কানাডার পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি অন্যতম। বিশ্ববিদ্যালয়টি ব্যাচেলরের জন্য প্রায় ৭০০টি এবং মাস্টার্সের জন্য ২০০টি কোর্স অফার করে থাকে। বিশ্ববিদ্যালয়টিতে ৬১ হাজার ৬৯০ জন শিক্ষার্থী রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: https://www.utoronto.ca/

২. ম্যাকগিল ইউনিভার্সিটি (McGill University)

কানাডার আরেকটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হলো ম্যাকগিল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি ১৮২১ সালে প্রতিষ্ঠিত হয়। ম্যাকগিল ইউনিভার্সিটি কানাডার কুইবেক প্রদেশের মন্ট্রিয়ল শহরে অবস্থিত। কানাডার মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান দ্বিতীয়। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৪৪ হাজার শিক্ষার্থী রয়েছে। ১৫০টিরও বেশি দেশ থেকে প্রতি বছর হাজারো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে উচ্চশিক্ষা গ্রহণ করে থাকে। বিশ্ববিদ্যালয়টিতে ৪০০টির বেশি প্রোগ্রাম রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: https://www.mcgill.ca/

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

৩. ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া (University of British Columbia-UBC)

কানাডার অন্যতম একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া। এটি কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় অবস্থিত। ব্রিটিশ কলাম্বিয়ার প্রাচীনতম প্রতিষ্ঠানটি ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার দুইটি ক্যাম্পাস রয়েছে। ২টি ক্যাম্পাস মিলিয়ে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৭০ হাজার শিক্ষার্থী রয়েছে। ইন্টারন্যাশনাল শিক্ষার্থী প্রায় ২২ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: https://www.ubc.ca/

৪. ইউনিভার্সিটি অব আলবার্টা (University of Alberta)

ইউনিভার্সিটি অব আলবার্টা কানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি এবং বিশ্বের নেতৃস্থানীয় পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি একটি। মানবিক, বিজ্ঞান, সৃজনশীল শিল্প, ব্যবসা, প্রকৌশল এবং স্বাস্থ্যবিজ্ঞানে শ্রেষ্ঠত্বের জন্য বেশ খ্যাতি রয়েছে বিশ্ববিদ্যালয়টির। ইউনিভার্সিটি অব আলবার্টা ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয়। কানাডার দুটি শহরে বিশ্ববিদ্যালয়টির মোট পাঁচটি ক্যাম্পাস রয়েছে। ব্যাচেলরে ২০০ এবং মাস্টার্সে প্রায় ৫০০টির ওপরে কোর্স চালু রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ৮০ হাজার ৬১ জন (প্রায়)।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: https://www.ualberta.ca/

৫. ইউনিভার্সিটি অব ওয়াটারলু (University of Waterloo)

১৯৫৭ সালের ১ জুলাই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ওয়াটারলু বিশ্ববিদ্যালয়টি কানাডার অন্টারিওর ওয়াটারলুতে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বর্তমানে ৪২,০০০ থেকেও বেশি শিক্ষার্থী রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। ইন্টারন্যাশনাল ছাত্রছাত্রীর সংখ্যা ৪ হাজার পাঁচশত। শুধু ৭৪ জন ছাত্রছাত্রী নিয়ে ১৯৫৭ সালে বিশ্ববিদ্যালয়টির পথচলা শুরু হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: https://uwaterloo.ca/

আরও পড়ুন: গেটস স্কলারশিপে অধ্যয়নের সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন স্নাতকে, স্কলারশিপ পাবেন ৩০০ শিক্ষার্থী

৬. ওয়েস্টার্ন ইউনিভার্সিটি (Western University)

ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও কানাডার অন্যতম অন্যতম প্রাচীন সরকারি বিশ্ববিদ্যালয়। এটি অন্টারিও অঙ্গরাজ্যের লন্ডন শহরে অবস্থিত। ৭ মার্চ, ১৮৭৮ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিশ্বব্যাপী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ ১ শতাংশের মধ্যে স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। ১২৮টি দেশের ৫ হাজার আটশত ইন্টারন্যাশনাল ছাত্রছাত্রীসহ বিশ্ববিদ্যালয়টিতে মোট শিক্ষার্থীর সংখ্যা ৪২ হাজার।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: https://www.uwo.ca/

৭. ইউনিভার্সিটি ডি মন্ট্রিল (Université de Montréal)

১৮৭৮ সালে প্রতিষ্ঠিত হয় ইউনিভার্সিটি অব মন্ট্রিইয়াল। এটি সর্বজনীনভাবে অর্থায়িত গবেষণাভিত্তিক একটি বিশ্ববিদ্যালয়। এটি কানাডার বিশ্ববিদ্যালয় ও কলেজ অ্যাসোসিয়েশনের সদস্য। বিশ্ববিদ্যালয়টিতে ৯ হাজার ইন্টারন্যাশনাল ছাত্রছাত্রীসহ মোট শিক্ষার্থীর সংখ্যা ৬৭ হাজার ৫৫৯ জন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: https://www.umontreal.ca/

৮. ইউনিভার্সিটি অব ক্যালগারি (University of Calgary)

ইউনিভার্সিটি অব ক্যালগারি কানাডার শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৬৬ সালের আগ পর্যন্ত এটি আলবার্টা বিশ্ববিদ্যালয়ের ক্যালগারি শাখা হিসেবে ছিল। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৩৩ হাজার শিক্ষার্থী রয়েছে। ১৪টি অনুষদের অধীনে প্রায় ২৫০টিরও বেশি প্রোগ্রাম রয়েছে। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের সংখ্যা পাঁচটি। মজার বিষয় হচ্ছে, প্রধান ক্যাম্পাসটির আয়তন প্রায় ৪৯০ একর। যা ক্যালগারির পুরো ডাউনটাউনের চেয়েও বড় এলাকা।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: https://www.ucalgary.ca/

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা

৯. ম্যাকমাস্টার ইউনিভার্সিটি (McMaster University)

ম্যাকমাস্টার ইউনিভার্সিটি ২৩ এপ্রিল ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় কানাডার অন্টারিও প্রদেশের হ্যামিল্টন শহরের একটি সরকারি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: https://www.mcmaster.ca/

১০. ইউনিভার্সিটি অব অটোয়া (University of Ottawa)

অটোয়া বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী বৃহত্তম দ্বিভাষিক (ইংরেজি-ফরাসি) বিশ্ববিদ্যালয়। কানাডার রাজধানী অটোয়ায় এটি অবস্থিত। ইউনিভার্সিটি অব অটোয়া ১৮৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ৪২ হাজারেরও বেশি।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: https://www.uottawa.ca/


সর্বশেষ সংবাদ