উচ্চশিক্ষায় স্কলারশিপ দেবে কমনওয়েলথ

০১ মার্চ ২০১৯, ১২:০৫ PM

© লোগো

উচ্চশিক্ষায় অনুন্নত এবং নিম্ন মধ্যম আয়ের কমনওয়েলথ দেশগুলোর জন্য শেয়ার্ড স্কলারশিপ দেবে কমনওয়েলথ। দেশগুলোর প্রার্থীদের জন্য নির্বাচিত কোর্সে মাস্টার্স ডিগ্রির সুযোগ করে দিচ্ছে তারা। যা যৌথভাবে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো দ্বারা সমর্থিত।

কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ স্কিমটি হচ্ছে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের যৌথ উদ্যোগ। যার উদ্দেশ্যে হলো, যুক্তরাজ্যে অধ্যয়ন করতে সক্ষম নয় এমন কমনওয়েলথভুক্ত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।

বৃত্তি প্রদানের ৬টি বিষয়বস্তু:
বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন
স্বাস্থ্য ব্যবস্থা এবং ক্ষমতার শক্তিশালীকরণ
বৈশ্বিক সমৃদ্ধি প্রচার
বৈশ্বিক শান্তি, নিরাপত্তা শক্তিশালীকরণ
স্থিতিস্থাপকতা এবং সংকট প্রতিক্রিয়া শক্তিশালীকরণ
অন্তর্ভুক্তি এবং সুযোগ

স্থান: যুক্তরাজ্য

সুযোগ সুবিধাসমূহ
**সিএসসি দ্বারা অর্থায়নকৃত অনুমোদিত টিউশন ফি
**প্রয়োজনসাপেক্ষে শীতবস্ত্র প্রদান
**একটি অনুমোদিত সীমা পর্যন্ত অতিরিক্ত মালামাল বহনের সুবিধা
**যদি আপনি বিধবা, তালাকপ্রাপ্ত, অথবা একক পিতা বা মাতা হন, তাহলে প্রথম সন্তানের জন্য প্রতি মাসে £৪৬৫, এবং ১৬ বছরের কম

**বয়সী দ্বিতীয় এবং তৃতীয় সন্তানের জন্য প্রতি মাসে £১১৪ প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা
**কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক
**কমনওয়েলথভুক্ত দেশে স্থায়ীভাবে বসবাসকারী
**উন্নত আয়ের দেশে একবছরের বেশি পড়াশোনা না করা
**স্কলারশিপ ব্যতীত যুক্তরাজ্যে পড়তে অক্ষম

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ, ক্যামেরুন, এসওয়াটিনি, গাম্বিয়া, ঘানা, গায়ানা, ভারত, কেনিয়া, কিরিবাটি, লেসোথো, মালাউই, মোজাম্বিক, নাইজেরিয়া, পাকিস্তান, পাপুয়া নিউ গিনি, রুয়ান্ডা, সামোয়া, সিয়েরা লিওন, সলোমন দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা, ভানুয়াটু, জাম্বিয়া দেশের নাগরিক

আবেদন পদ্ধতি: আপনাকে অবশ্যই সিএসসি-এর অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম ব্যবহার করে আবেদন করতে হবে। সিএসসি অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমের মাধ্যমে জমা দেওয়া আবেদনপত্র গ্রহণ করবে না। আপনি একাধিক কোর্স অথবা বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করতে পারবেন, তবে কেবলমাত্র একটি স্কলারশিপের প্রস্তাবই গ্রহণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: মার্চ ১৪, ২০১৯।

ট্যাগ: বৃত্তি
সর্ব মিত্রের পদত্যাগ নিয়ে যা বললেন ডাকসু জিএস ফরহাদ
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিসিবিকে ধুয়ে দিলেন আমিনুল হক
  • ২৬ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্তির আবেদন ৩৬১৫, যাচাইয়ের প্রাথমিক সভা বুধবার
  • ২৬ জানুয়ারি ২০২৬
ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান
  • ২৬ জানুয়ারি ২০২৬
লালমোহনে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ২০
  • ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াতের সমাবেশে বিপুল নারীর উপস্থিতি, কী প্রতিশ্রুতি দিলে…
  • ২৬ জানুয়ারি ২০২৬