বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ব্রুনেই, আবেদন করুন দ্রুতই
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৭ PM
অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনভুক্ত (ওআইসি) দেশের শিক্ষার্থীদের ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে স্কলারশিপ দিচ্ছে ব্রুনেই সরকার। এ স্কলারশিপের আওতায় দেশটির পাঁচটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ প্রদান করা হবে। বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়। আবেদন করা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।
যেসব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ—
*ইউনিভার্সিটি ব্রুনেই দারুসসালাম (UBD);
*ইউনিভার্সিটি ইসলাম সুলতান শরীফ আলী (UNISSA);
*ইউনিভার্সিটি টেকনোলজি ব্রুনেই (UTB);
*কলেজ ইউনিভার্সিটি পারগুরুয়ান উগামা সেরি বেগাওয়ান (KUPU SB);
*পলিটেকনিক ব্রুনেই (PB);
আরও পড়ুন: ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপে পড়ুন যুক্তরাজ্যে, স্নাতকোত্তরে দেবে ৫০০ স্কলারশিপ
আবেদনের যোগ্যতা—
বয়স: আন্ডারগ্র্যাজুয়েট ও ডিপ্লোমার জন্য আবেদনের সর্বোচ্চ বয়স ২৫ বছর হতে হবে। পোস্টগ্র্যাজুয়েটে আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। যে বছর কোর্স বা প্রোগ্রাম শুরু হবে, সে বছরের ১ জুলাই এ বয়স হতে হবে;
ইংরেজি ভাষায় দক্ষতা: ইংরেজিতে দক্ষতার জন্য আইইএলটিএসে স্কোর প্রয়োজন ৬ অথবা টোফেল-এ স্কোর ৫৫০ থাকতে হবে;
প্রয়োজনীয় নথিপত্র—
*সংশ্লিষ্ট পরীক্ষার সার্টিফিকেট;
*নম্বরপত্র;
*পাসপোর্ট;
*জাতীয় পরিচয়পত্র;
*পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট;
আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই বিনা মূল্যে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনে, স্কলারশিপ ৭০০-এর অধিক
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের ব্রুনেই সরকার ও বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দুটি লিংকেই অনলাইনে আবেদন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের লিংকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন;
হার্ডকপি জমা দেওয়ার ঠিকানা—
সত্যায়িত কপিসহ আবেদনপত্রের হার্ডকপি সচিবালয়ের ২ নম্বর গেট-সংলগ্ন অভ্যর্থনাকক্ষে নির্ধারিত বক্সে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জমা দিতে হবে। খামের ওপর আবশ্যিকভাবে প্রেরক, প্রাপক (সিনিয়র সহকারী সচিব, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা, কক্ষ নম্বর: ১৭০৬, ভবন নম্বর: ৬, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা), ID/Tracking Number এবং Program-এর নাম উল্লেখ করতে হবে। হার্ডকপি মন্ত্রণালয়ে জমাদানের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, মঙ্গলবার বিকেল পাঁচটা। উল্লিখিত স্থান ব্যতীত অন্য কোথাও আবেদন জমা দেওয়া হলে তা বিবেচিত হবে না। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়।