উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন

০২ জানুয়ারি ২০২৫, ০৩:১০ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM
চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজিতে

চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজিতে © প্রতীকী ছবি

বাংলাদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্য স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে চীন সরকার। চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের মাধ্যমে চায়না স্কলারশিপ কাউন্সিল (সিএসসি) ২০২৫-এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজিতে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি ২০২৫।

চীনে অবস্থিত বিশ্বমানের প্রায় ১১০০-এর অধিক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রামের আওতায় বিভিন্ন কোর্স অফার করে থাকে। এর মধ্যে প্রকৌশল, কৃষি, মেডিকেল ও স্বাস্থ্যবিজ্ঞান, বিজনেস, ম্যানেজমেন্টসহ অনেক বিষয়ে পড়ানো হয়। তবে প্রকৌশলবিজ্ঞানের বিভিন্ন শাখায় চীনে উন্নত শিক্ষা প্রদান করা হয়ে থাকে। দেশটি যুগ যুগ ধরে স্বতন্ত্র শিক্ষাব্যবস্থার পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনেও সুযোগ দিয়ে আসছে।

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন প্রদান করবে;

*আবাসন সুবিধা প্রদান করবে; 

*স্বাস্থ্য বিমা প্রদান করবে;

*মাসিক উপবৃত্তি হিসেবে মাস্টার্সের জন্য ৩ হাজার চায়নিজ ইউয়ান (বাংলাদেশি টাকায় ৫০ হাজার ৪৪০ টাকা), পিএইচডির জন্য ৩৩ হাজার ৫০০ চায়নিজ ইউয়ান (বাংলাদেশি টাকায় ৫৮ হাজার ৮৪৬ টাকা)  প্রদান করবে; 

*গবেষণা ব্যয় প্রদান করবে;

*ল্যাবরেটরি, ইন্টার্নশিপ ও মৌলিক পাঠ্যপুস্তক ব্যবহারের সুবিধা প্রদান করবে;

আরও পড়ুন: স্নাতকে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়

আবেদনের যোগ্যতা—

*আন্তর্জাতিক শিক্ষার্থী ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;

*আবেদনকারীকে এক বছরেরও বেশি সময় ধরে চীনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে অধ্যয়নরত থাকতে হবে;

*স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদনকারীর বয়স ৩৫ বছরের কম হতে হবে ও স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদনকারীর বয়স ৪০ বছরের কম হতে হবে এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজি । ছবি: সংগৃহীত

প্রয়োজনীয় কাগজপত্র—

*সিএসসি আবেদনপত্র;

*আবেদনকারীর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি;

*নোটারাইজড একাডেমিক সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট;

*২টি রেফারেন্স লেটার (রেফারেন্স লেটারের নমুনা/প্রয়োজনীয়তার জন্য পিডিএফ);

*মেডিকেল রিপোর্ট;

*আবেদনকারীর সিভি;

*ইংরেজি ভাষা দক্ষতার সনদ;

*পার্সোনাল স্টেটমেন্ট;

*স্টেটমেন্ট অব পারপাস;

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়

আবেদন যেভাবে—

শিক্ষার্থীদের প্রথমে সিএসসি পোর্টালে অনলাইনে আবেদন করতে হবে। প্রাথমিক পর্যালোচনায় পাস করলে, কর্তৃপক্ষ একটি সংখ্যাযুক্ত প্রাথমিক পর্যালোচনা বিজ্ঞপ্তি ই-মেইল করবে। অতঃপর আবেদনকারীকে  অনলাইনে ৬০০ CNY (অফেরতযোগ্য) আবেদন ফি পরিশোধ করার মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে;

স্কলারশিপ বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

যেভাবে CSC BIT ২০২৫ আবেদনটি সম্পূর্ণ করবেন—

*সিএসসি পোর্টালে বিআইটি সিএসসি বৃত্তি ২০২৫-এর জন্য প্রথমে নিবন্ধন করতে হবে শিক্ষার্থীদের। নিবন্ধন করতে এখানে ক্লিক করুন;

*CSC পোর্টালে লগইন করার পর, BIT-এর জন্য প্রোগ্রাম ক্যাটাগরিতে B সিলেক্ট করতে হবে। ( BIT-এর এজেন্সি কোড হল 10007); 

*উল্লিখিত দরকারি সব নথিসহ BIT বৃত্তির জন্য CSC ফর্মটি পূরণ করতে হবে।

টেকনাফের দুটি প্রধান সীমান্ত বাণিজ্যকেন্দ্র বন্ধ, রাজস্ব হা…
  • ১২ জানুয়ারি ২০২৬
ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
হুমকি-ধমকি মামলায় অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন
  • ১২ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা-পাকিস্তান নয়, বাংলাদেশের জন্য যে দু’টি বিকল্প জায়…
  • ১২ জানুয়ারি ২০২৬
হবিগঞ্জে বাসচাপায় অটোরিকশার চালক নিহত
  • ১২ জানুয়ারি ২০২৬
দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন বিশেষ সুবিধার সরকারি ডিজিটাল …
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9