ফেলোশিপের মাধ্যমে পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন করুন দ্রুতই

সিএসপি ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
সিএসপি ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্র  © সংগৃহীত

কমিউনিটি সলিউশন প্রোগ্রাম (সিএসপি) ফেলোশিপ নিয়ে পেশাগত দক্ষতা উন্নয়নে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পেতে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণের ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এ ফেলোশিপে ২০২৫-২৬ সেশনে অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত।

ঢাকার মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘২০২৫-২৬ সেশনের কমিউনিটি সলিউশন প্রোগ্রামে (সিএসপি) আবেদন এখন সবার জন্য উন্মুক্ত। একজন কমিউনিটি নেতা হিসেবে সামাজিক লিঙ্গসমতা, টেকসই পরিবেশ, নাগরিকদের সম্পৃক্ততা কিংবা শান্তিরক্ষা কার্যক্রমে যুক্ত থাকলে আবেদন করা যাবে। এ ফেলোশিপের মাধ্যমে টেকসই সামাজিক, পরিবেশগত, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনে নিয়োজিত সাত শতাধিক পরিবর্তনকামী ব্যক্তির সঙ্গে বৈশ্বিক নেটওয়ার্কে নিজেকে যুক্ত করা যাবে। 

যুক্তরাষ্ট্রে চার মাস অবস্থানসহ বছরব্যাপী পেশাগত দক্ষতা উন্নয়নসংক্রান্ত ফেলোশিপ হলো সিএসপি। এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ আর্থিক সহায়তার এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ।

আবেদনের যোগ্যতা—

*এ বছরের ১৩ নভেম্বর বয়স ২৬ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে; 

*সিএসপির জন্য যোগ্য অন্য কোনো দেশের নাগরিক হতে হবে; 

*২০২৫ সালের আগস্ট থেকে ডিসেম্বর ৪ মাসের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণের যোগ্য হতে হবে; 

*বাংলাদেশি নাগরিক হলে অবশ্যই বাংলাদেশে অবস্থানরত ও কর্মরত হতে হবে; 

*স্বেচ্ছাসেবী বা কর্মী হিসেবে সমাজভিত্তিক উন্নয়নকাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

*প্রার্থী যুক্তরাষ্ট্রে বর্তমানে কোনো একাডেমিক, প্রশিক্ষণ, গবেষণা প্রোগ্রামে অংশগ্রহণ করছেন না;

*ইংরেজিতে কথা বলা এবং লেখার ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে;

*সেমিফাইনালিস্টদের টোফেল বা আইইএলটিএসে পাস করতে হবে; 

*যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ী বাসিন্দা নন এবং গত ৩ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদন করেননি এমন প্রার্থী আবেদন করতে পারবেন;

*প্রোগ্রাম শেষে ২ বছরের মধ্যে নিজ দেশে ফেরত আসার অঙ্গীকার করতে হবে;

*আইআরইএক্সের কর্মী/কনসালট্যান্ট বা কর্মীর পরিবারের সদস্য আবেদন করতে পারবেন না;

ফেলোশিপের সুযোগ-সুবিধা— 

*নির্বাচিত প্রার্থী যুক্তরাষ্ট্রের জে–১ ভিসা পাবেন;

*নিজ দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা-যাওয়ার ভ্রমণ খরচ, বাড়ি ভাড়া, খাবার ও জীবনযাপনের ব্যয় বাবদ মাসিক ভাতা দেবে;

*দুর্ঘটনা ও অসুস্থতাজনিত স্বাস্থ্যসুবিধা দেবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে ক্লিক করুন;

আবেদনের শেষ তারিখ—

আগামী ১৩ নভেম্বর ২০২৪, ওয়াশিংটন ডিসির সময় অনুযায়ী রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence