জাপানে পিএইচডির সুযোগ, সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১১:৩৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সূর্যোদয়ের দেশ জাপান আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপে অধ্যায়নের সুযোগ দিচ্ছে। সামাজিক নিরাপত্তা, উন্নত জীবনমান এবং পড়ালেখার মান জাপানকে বাংলাদেশী শিক্ষার্থীদের পছন্দের শীর্ষস্থানে রেখেছে। জাপানের উচ্চশিক্ষার মান বর্তমানে সারা বিশ্বেই সমাদৃত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য জাপানে পাড়ি জমাচ্ছেন। জাপানে স্নাতকোত্তর-পিএইচডি প্রোগ্রামে অধ্যায়ন করতে আগ্রহী শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে জাপানের ইউকোহামা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশসহ জাপানের সাথে কুটনৈতিক সম্পর্ক আছে এমন যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। মেক্সট বৃত্তির আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি মওকুফ, মাসিক ভাতা, বিমান খরচসহ নানা ধরনের সুযোগ-সুবিধা পাবেন। আবেদনের শেষ সময় ১২ ডিসেম্বর ২০২৪।
সুবিধাসমূহ:
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
* স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ভাতা প্রদান করবে।
* দেওয়া হবে আসা-যাওয়ার বিমান খরচও।
* বিশ্ববিদ্যালয় কর্তৃক বিনামূল্যে আবাসনের ব্যবস্থা করা হবে।
* ভর্তি ফি লাগবে না।
আরও পড়ুন: উচ্চশিক্ষায় নেদারল্যান্ডস হতে পারে আপনার পছন্দের একটি দেশ
আবেদনের যোগ্যতা:
* জাপানের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে এমন যেকোনো দেশের আন্তর্জাতিক ছাত্র হতে হবে।
* ইংরেজি ভাষা দক্ষতা স্কোর জমা দিতে হবে।
* স্নাতকোত্তরের জন্য চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
* পিএইচডির জন্য চার বছরের স্নাতক এবং এক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত তথ্য পেতে ক্লিক করুন