শাবিপ্রবির এক শিক্ষক ও ৭ শিক্ষার্থী পেলেন ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ 

১২ অক্টোবর ২০২৪, ১০:৫৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পাওয়া এক শিক্ষক ও ৭ শিক্ষার্থী

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পাওয়া এক শিক্ষক ও ৭ শিক্ষার্থী © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষক ও ৭ জন শিক্ষার্থী পেয়েছেন ইউরোপের মর্যাদাপূর্ণ ‘ইরাসমাস মুন্ডাস’ স্কলারশিপ। চলতি সেশনে তারা বিভিন্ন প্রোগ্রামে একাধিক দেশে অধ্যয়ন শুরু করেছেন।

স্কলারশিপ প্রাপ্তরা হলেন- বিশ্ববিদ্যালয়টির আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক রুপক দাস, রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. মোস্তাক আহমেদ, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মো. আবদুস সামাদ ও একই বিভাগের নাজিফা তাসনিম, জেনেটিক ইঞ্জিনিয়ার এন্ড বায়োটেকনোলজি বিভাগের মো. মুহিবুর রহমান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের আহসান আজিজ ঈশান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে খোন্দকার ইত্তেহাদুল ইসলাম (শান্ত) ও সমুদ্রবিজ্ঞান বিভাগের ইউরিদা লিয়ানা।

জানা যায়, রুপক দাশ বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ২০০৭-০৮ সেশনের সাবেক শিক্ষার্থী ও একই বিভাগের শিক্ষক। তিনি আর্কিটেকচারাল এন্ড আরবান কনটেমপোরারি হেরিটেজ প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছেন। তিনি বর্তমানে শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এবং শিক্ষাছুটি নিয়ে উক্ত প্রোগ্রামে অধ্যয়নরত আছেন। 

আরও পড়ুন: একসঙ্গে স্কলারশিপ নিয়ে তিন রুমমেট বন্ধু যাচ্ছেন আমেরিকায়

মো. মোস্তাক আহমেদ রসায়ন বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। তিনি কেমিক্যাল ইনোভেশন এন্ড রেগুলেশন প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছেন। 

বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মো. আবদুস সামাদ ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। এছাড়া তিনি শাবিপ্রবিতে ইনফরমেশন টেকনোলজিতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স ফর গ্রিন ডিল প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছেন। 

মো. মুহিবুর রহমান জেনেটিক ইঞ্জিনিয়ার এন্ড বায়োটেকনোলজি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তিনি ইউরোপিয়ান মাস্টার অব সায়েন্স ইন স্কিন হেলথ এন্ড কেয়ার (ইমোশন) প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছেন।

নাজিফা তাসনিম বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তিনি ইন্টারন্যাশনাল মাস্টার্স ইন সায়েন্স এন্ড গ্লোবাল চেঞ্জ প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছেন। 

এছাড়াও আহসান আজিজ ঈশান সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। শাবিপ্রবির সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভাগ থেকে তিনিই প্রথম এ স্কলারশিপ পেয়েছেন। তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স ফর গ্রিন ডিল প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছেন। 

খোন্দকার ইত্তেহাদুল ইসলাম (শান্ত) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন টেকনোলজি (এলসিটি) প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছেন। 

ইউরিদা লিয়ানা সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। শাবিপ্রবির সমুদ্র বিজ্ঞান বিভাগ থেকে তিনিই প্রথম এ স্কলারশিপ পেয়েছেন। তিনি ইন্টারন্যাশনাল মাস্টার অব সায়েন্স ইন মেরিন বায়োলজিক্যাল রিসোর্সেস প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছেন।

স্কলারশিপ প্রাপ্তদের স্বাগত জানিয়ে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, এটা খুবই আনন্দের খবর। সুস্থ ও সবল থেকে তারা গবেষণা ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাক। তাদের জন্য শুভকামনা রইলো। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও তাদেরকে অনুসরণ করে ভালো জায়গায় নিজেদের অবস্থান তৈরি করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনুক।

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপটি আন্তর্জাতিক স্কলারশিপ প্রোগ্রাম যা ইউরোপীয় ইউনিয়নের দ্বারা পরিচালিত হয়। এর উদ্দেশ্য হলো বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি করা। এই স্কলারশিপের মাধ্যমে সাধারণত শিক্ষার্থীরা ইউরোপের একাধিক দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারে।

মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে শিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতার র…
  • ১১ জানুয়ারি ২০২৬
জাবিতে আসছেন মিজানুর রহমান আজহারী
  • ১১ জানুয়ারি ২০২৬
পাবনায় সামছুল হুদা ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অ…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাইযোদ্ধা ঢাবি ছাত্রকে হিজবুত তাহরির দেখিয়ে কারাগারে পাঠা…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাই হত্যা মামলায় প্রথম জামিন পেলেন আ. লীগ নেতা হুমায়ুন
  • ১১ জানুয়ারি ২০২৬
শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9