ফেলোশিপ নিয়ে গবেষণা করুণ অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজে

অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজের ভিজিটিং ফেলোশিপ
অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজের ভিজিটিং ফেলোশিপ  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফেলোশিপের আওতায় গবেষণার সুযোগ দিচ্ছে অক্সফোর্ড সেটার ফর ইসলামিক স্টাডিজ। আগামী অক্টোবর ২০২৪ শিক্ষাবর্ষে দুটি ভিজিটিং ফেলোশিপ প্রদানের জন্য আবেদনপত্র আহ্বান করেছে তারা। দক্ষ শিক্ষাবিদ (Established Academics) এবং পোস্টডক্টরাল স্কলাররা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৯ জানুয়ারি ২০২৪। 

ফেলোশিপ দুটি হবে ইসলাম অধ্যয়ন ও মুসলিম বিশ্বের যেকোনো বিষয়ে গবেষণার ওপর, বিশেষ করে নৃতত্ত্ব, অর্থনীতি, ভূগোল, ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক, আইন, সাহিত্য, দর্শণ, রাজনীতি, ধর্ম, সোশিওলজি, বিজ্ঞান ও সমাজের ওপর। ফেলোশিপের জন্য আবেদনকারীদের যথাযথ শিক্ষাগত যোগ্যতার অধিকারী হতে হবে। 

সুযোগ-সুবিধাঃ- 
ফেলোদের ৫০০০ পাউন্ড উপবৃত্তি প্রদান করবে। এ ছাড়া ওয়ার্কিং স্পেস বা অফিস, কমনরুম মেম্বারশিপ, কেন্দ্রের ডাইনিং ও আবাসন সুবিধার জন্য সহযোগিতা করা হবে।

যোগ্যতাসমূহঃ- 
* আবেদনকারীর প্রকাশনার মান সহ একাডেমিক শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে হবে। 
* কেন্দ্রের সামগ্রিক লক্ষ্য এবং গবেষণা অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রের সাথে আবেদনকারীর প্রস্তাবিত গবেষণার প্রাসঙ্গিকতা থাকতে হবে। 
* অন্যান্য কেন্দ্রের ফেলো এবং/অথবা ভিজিটিং ফেলোদের সাথে অবদান রাখার এবং উপকৃত হওয়ার সম্ভাবনা থাকতে হবে। 

প্রয়োজনীয় নথিপত্রঃ- 
* যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র।  (অনলাইনে আবেদন করতে হবে এই ঠিকানায়)
* প্রস্তাবিত গবেষনার ব্যপারে বিস্তারিত লেখা (সর্বোচ্চ ১০০০ শব্দের মধ্যে)। 
* পাবলিকেশন থাকলে তার নমুনা (সর্বোচ্চ ২টি)। 
* সিভি। 
* রিকমেন্ডেশন লেটার। 

আরও পড়ুন: স্নাতক নিয়ে পড়ুন নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে, সঙ্গে ১০ লাখ টাকা

আবেদন প্রক্রিয়াঃ- 
অনলাইনে আবেদন করা যাবে। স্ক্রীনিং, শর্টলিস্টিং এবং চূড়ান্ত ফলাফলের মাধ্যমে সমস্ত যোগ্য আবেদনকারীকে কেন্দ্রের ভিজিটিং ফেলোশিপ নির্বাচন কমিটি বাছাই করে থাকে।

আবেদন করতে ক্লিক করুন 

সেন্টার ও অন্যান্য একাডেমিক সুবিধার তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence