টিউশন ফি-স্বাস্থ্যবিমাসহ বিনামূল্যে স্নাতকোত্তর-পিএইচডি করুন হাঙ্গেরিতে

স্নাতকোত্তর-পিএইচডি করুন হাঙ্গেরিতে
স্নাতকোত্তর-পিএইচডি করুন হাঙ্গেরিতে  © সংগৃহীত

হাঙ্গেরির সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি (CEU) আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে। “সিইইউ স্কলারশিপ“ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ফেব্রুয়ারি, ২০২৪। 

সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত একটি প্রাইভেট গবেষণা প্রতিষ্ঠান। এর অন্য একটি ক্যাম্পাস হাঙ্গেরির বুদাপেস্ট-এ অবস্থিত। বিশ্ববিদ্যালয়টির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ বিশ্বসেরা। ১৯৯১ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধাসমূহ:- 
* সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি স্কলারশিপ একটি সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপ। 
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
* জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য মাসিক উপবৃত্তি প্রদান করবে।
* মাস্টার্স এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রামের জন্য প্রতি মাসে ১,০০০ ইউরো।
* মাস্টার্স ডিস্টিনশন স্কলারশিপের জন্য প্রতি মাসে ৭৫০ ইউরো।
*  ডক্টরাল স্কলারশিপের জন্য প্রতি মাসে ১৩৫০ ইউরো।
* স্বাস্থ্য বীমা প্রদান করবে।

হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ

যোগ্যতাসমূহ:- 
* স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রীধারী হতে হবে।
* ডক্টরাল প্রোগ্রামের জন্য স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে। 
* ইংরেজি ভাষার দক্ষ হতে হবে । 
* একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে। 

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর করুন ব্রিস্টল ইউনিভার্সিটিতে, সঙ্গে লাখ টাকা

প্রয়োজনীয় নথিপত্র:
* আবেদনকারীর পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি ।
* একাডেমিক সার্টিফিকেট বা ডিগ্রি।
* দুইটি রেফারেন্স লেটার।  
* রিসার্চ প্রপোজাল।
* আবেদনকারীর সিভি।
* ইংরেজী ভাষা দক্ষতার সনদ।
* পার্সোনাল স্টেটমেন্ট।
* স্টেটমেন্ট অব পারপাস।
* আবেদন ফি ৪২ ইউরো যা প্রায় ৫০০০ বাংলাদেশী টাকা  (অফেরতযোগ্য)।  

আবেদন প্রক্রিয়া:-  
আনলাইনে আবেদন করা যাবে। 
আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন


সর্বশেষ সংবাদ